বাংলা নিউজ > ঘরে বাইরে > যুদ্ধপোত থেকে আকাশে উড়ে নজির গড়ল ভারতের তেজস
এই প্রথম বিমানবাহী যুদ্ধপোত থেকে উড়ল সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস। রবিবার ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী যুদ্ধপোত আইএনএস বিক্রমাদিত্যের স্কি জাম্প ডেক থেকে আকাশে ওড়ে তেজসের বিশেষ সংস্করণ। নৌবাহিনীর জন্য বিশেষ ভাবে বানানো হয়েছে তেজসের এই সংস্করণ।
ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, রবিবার আইএনএস বিক্রমাদিত্য থেকে সফল ভাবে আকাশে উড়ে ইতিহাস রচনা করেছে তেজস। এদিনই প্রথম কোনও বিমানবাহী যুদ্ধপোতে অবতরণ করে বিমানটি। সেটিও একটি নজির।
দেশের একাধিক নামজাদা সংস্থার তালমিলে তৈরি হয়েছে তেজসের নৌবাহিনী সংস্করণ। এর মধ্যে রয়েছে ডিআরডিও, অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্টাল এজেন্সি, হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড ও সেন্টার ফর মিলিটারি এয়ারওর্দিনেশন সার্টিফিকেশন ও সিএসআইআর।
পরবর্তী খবর