India Vs Canada: ভারতের অনুরোধ সত্ত্বেও বিষ্ণোই গ্যাং নিয়ে পদক্ষেপ করেনি কানাডা, আড়ালে ‘রাজনৈতিক উদ্দেশ্য’- বলছে দিল্লি
Updated: 17 Oct 2024, 07:06 PM IST Sritama Mitra 17 Oct 2024 Lawrence Bishnoi, Lawrence Bishnoi gange, india Vs Canada, india criticises canada over bishnoi gang, hardeep singh nijjar, khalistani issue, লরেন্স বিষ্ণোই গ্যাং, ভারত বনাম কানাডা, কানাডা, হরদীপ সিং নিজ্জর, খলিস্তানি ইস্যুবিদেশমন্ত্রকের তরফে রনধীর জয়সওয়াল বলেন,'লরেন্স বিষ... more
বিদেশমন্ত্রকের তরফে রনধীর জয়সওয়াল বলেন,'লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের লোকজনদের গ্রেপ্তারির অনুরোধ আমরা করেছিলাম কানাডাকে। আমাদের বিষয়টি নিয়ে তারা কিছুই পদক্ষেপ করেনি। এর আড়ালে একটি রাজনৈতিক উদ্দেশ্যও ছিল।
পরবর্তী ফটো গ্যালারি