বাংলা নিউজ > ঘরে বাইরে > ICICI Bank FD Interest Rates: ছ'দিনে দ্বিতীয়বার, আবারও FD-তে সুদের হার বাড়াল ICICI ব্যাঙ্ক, আপনি কত পাবেন?
পরবর্তী খবর
আবারও ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার বৃদ্ধি করল আইসিআইসিআই ব্যাঙ্ক। গত ছ'দিনে এই নিয়ে দ্বিতীয়বার বেসরকারি ব্যাঙ্ক সুদের হার বাড়িয়ে দিল। তবে সব ক্ষেত্রে নয়, দু'কোটি টাকার নীচে ফিক্সড ডিপোজিটে কয়েকটি মেয়াদের সুদের হারের হেরফের করা হয়েছে। সেই নয়া হার ২০ জুন থেকে কার্যকর করেছে ব্যাঙ্ক।
আইসিআইসিআই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার (ICICI Bank FD Interest Rates)
- ৭ দিন থেকে ১৪ দিন: ২.৭৫ শতাংশ।
- ১৫ দিন থেকে ২৯ দিন: ২.৭৫ শতাংশ।
- ৩০ দিন থেকে ৪৫ দিন: ৩.২৫ শতাংশ।
- ৪৬ দিন থেকে ৬০ দিন: ৩.২৫ শতাংশ।
- ৬১ দিন থেকে ৯০ দিন: ৩.২৫ শতাংশ।
- ৯১ দিন থেকে ১২০ দিন: ৩.৭৫ শতাংশ।
- ১২১ দিন থেকে ১৫০ দিন: ৩.৭৫ শতাংশ।
- ১৫১ দিন থেকে ১৮৪ দিন: ৩.৭৫ শতাংশ।
- ১৮৫ দিন থেকে ২১০ দিন: ৪.৬৫ শতাংশ (৪.৬ শতাংশ ছিল)।
- ২১১ দিন থেকে ২৭০ দিন: ৪.৬৫ শতাংশ (৪.৬ শতাংশ ছিল)।
- ২৭১ দিন থেকে ২৮৯ দিন: ৪.৬৫ শতাংশ (৪.৬ শতাংশ ছিল)।
- ২৯০ দিন থেকে ১ বছরের কম: ৪.৬৫ শতাংশ (৪.৬ শতাংশ ছিল)।
- ১ বছর থেকে ৩৮৯ দিন: ৫.৩৫ শতাংশ (৫.৩ শতাংশ ছিল)।
- ৩৯০ দিন থেকে ১৫ মাসের কম: ৫.৩৫ শতাংশ (৫.৩ শতাংশ ছিল)।
- ১৫ মাস থেকে ১৮ মাসের কম: ৫.৩৫ শতাংশ (৫.৩ শতাংশ ছিল)।
- ১৮ মাস থেকে ২ বছর: ৫.৩৫ শতাংশ (৫.৩ শতাংশ ছিল)।
- ২ বছর ১ দিন থেকে ৩ বছর: ৫.৫ শতাংশ।
- ৩ বছর ১ দিন থেকে ৫ বছর: ৫.৭ শতাংশ।
- ৫ বছর ১ দিন থেকে ১০ বছর: ৫.৭৫ শতাংশ।
আরও পড়ুন: লোনের টাকা ফেরত চেয়ে রাতে ফোন, গালিগালাজ? সাবধান করলেন RBI গভর্নর