ইতিহাস গড়লেন সানা রামচাঁদ। পাকিস্তানের ইতিহাসে প্রথম হিন্দু মহিলা হিসেবে ‘সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসেস’ (সিএসএস) পরীক্ষায় পাশ করে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসে (পিএএস) নির্বাচিত হলেন। যা পাকিস্তানের সর্বোচ্চ পরীক্ষা। সেই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সানা অভিনন্দনে ভেসে গিয়েছেন।সিন্ধ প্রদেশে (পাকিস্তানের যে প্রদেশে সবথেকে বেশি হিন্দুর বাস) শিকারপুর জেলার গ্রামীণ এলাকার বাসিন্দা সানা এমএমবিএস করেছেন। সিএসএস পরীক্ষায় যে ২২১ জন পরীক্ষার্থী পাশ করেছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন সানা। যে পরীক্ষায় এবার ১৮,৫৫৩ জন বসেছিলেন। এবার মোট ৭৯ জন মহিলা প্রার্থী সেই পরীক্ষায় পাশ করেছেন। প্রথম স্থানও অধিকার করেছেন এক মহিলা - মাহিন হাসান। পাকিস্তানের এক আইনজীবী দাবি করেছেন, সানাকে প্রাথমিকভাবে অ্যাসিসট্য়ান্ট কমিশনার পদে নিয়োগ করা হয়েছে।পাকিস্তানের স্বাধীনতার ৭৩ বছর পর প্রথম কোনও হিন্দু মহিলা পিএএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন রাজনীতিবিদরাও। পাকিস্তান পিপলস পার্টির বর্ষীয়ান নেতা ফারহাতুল্লাহ বাবর টুইট করেছেন, ‘সানা রামচাঁদকে অভিনন্দন। পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের মানুষকে গর্বিত করেছেন উনি।’ সেইসঙ্গে নেটিজেনরাও সানাকে অভিনন্দন জানিয়েছেন। এমনিতে সিন্ধ প্রদেশের চন্দাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস করেছেন সানা। তারপর করাচির সিভিল হাসপাতালে প্র্যাকটিস করেন। আপাতত সিন্ধ ইনস্টিটিউট অফ ইউরোলজি অ্যান্ড ট্রান্সপারেন্ট থেকে এসসিপিএস করছেন। শীঘ্রই সার্জেনের ডিগ্রি লাভ করবেন তিনি।