করোনার ওমিক্রন ভেরিয়েন্টের বিএফ৭ সাবভেরিয়েন্টের জেরে চিন সহ বিশ্বের বিভিন্ন দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। এই আবহে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা অনেক পোস্ট ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমনই একটি ভুয়ো পোস্ট ভাইরাল হয়েছে করোনার এক্সবিবি ভ্যারিয়েন্ট নিয়ে। দাবি করা হচ্ছে, এই এক্সবিবি ভ্যারিয়েন্ট ডেল্টার থেকে পাঁচগুণ বেশি ক্ষতিকারক এবং সংক্রামক। তবে এই দাবিকে উড়িয়ে দিয়েছে কেন্দ্র।