সপ্তাহের শুরুতে ভারতীয় বাজারে সামান্য বাড়ল সোনার দাম। সোমবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১১৭ টাকা বা ০.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৯,৯৯০ টাকা। অন্যদিকে, এক কিলোগ্রাম রুপোর দাম ০.৬৭ শতাংশ বা ৩৯৮ টাকা বেড়ে ৫৯,৭৩০ টাকায় ঠেকেছে।
আজ ভারতীয় বাজারে দাম বাড়লেও সোনার দুর্বলতা অবশ্য কাটেনি। বরং ৫০,০০০ টাকার নীচেই থাকল হলুদ ধাতু। তার ফলে প্রায় তিন মাসের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছে সোনার দাম। রুপোও ৬০,০০০ টাকার স্তরের নীচে আছে।
(ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখানে)
বিশ্ব বাজারে সোনার দাম
গত সেশনে বিশ্ব বাজারে সোনার দাম তিন মাসের সর্বনিম্ন স্তরে পৌঁছে গিয়েছিল। আজ দামের তেমন হেরফের হয়নি। সপ্তাহের প্রথম কর্মদিবসে এক আউন্স স্পট গোল্ডের দাম ০.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,৮১২.১৫ ডলার। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে কমেছে রুপোর দামও। এক আউন্স রুপোর দাম ০.১ শতাংশ কমে ঠেকেছে ২১.০৬ ডলারে।
কলকাতার বাজারে সোনা ও রুপোর দাম
সোমবার কলকাতায় বাজার খোলার সময় সোনা এবং রুপোর দাম কত ছিল, তা দেখে নিন -