চাকরি ছাড়ুন(ঝামেলা থামান?)। ১০,০০০ ইউয়ান(১ লক্ষ টাকা) নিয়ে বাড়ি যান।
কর্মীদের তীব্র বিক্ষোভ, ভাঙচুরের মুখে সামাল দিতে এমনই 'শান্তি চুক্তি' অফার করল চিনে ফক্সকনের কারখানা কর্তারা। চিনের হেনান প্রদেশের ঝিয়াংঝউ এলাকার এই কারখানাই অ্যাপেলের আইফোনের বৃহত্তম নির্মাতা।
চলতি সপ্তাহের শুরুতেই এই কারখানায় তীব্র অসন্তোষ প্রদর্শন শুরু করেন কর্মীরা। এর আগে অক্টোবর মাসে করোনা পরিস্থিতিতে খারাপ কাজের পরিবেশের প্রতিবাদে অনেকে ইস্তফা দিয়েছিলেন। এদিকে কর্মীদের একাংশের অভিযোগ, সেই ফক্সকনের কারখানাই বিপুল বেতনের লোভ দেখিয়ে নতুন বিজ্ঞাপন দিয়েছে। সেটি দেখে অনেক নতুন কর্মী দেশের দূর-দূরান্ত থেকে এসে কাজ গ্রহণ করেন। কিন্তু শেষমেশ দেখা যায়, আসল বেতন অনেক কম। খারাপ পরিস্থিতি ঘিরে কর্মীদের রাগ ছিলই। বেতনে অসামঞ্জস্য থেকে প্রতিবাদ চরমে পৌঁছায়। 'ভুয়ো বিজ্ঞাপন' দিয়ে ফক্সকন তাঁদের সঙ্গে প্রতারণা করেছে বলে দাবি তুলেছেন প্রতিবাদী কর্মীরা। ঠিক কত টাকার বেতন দেওয়া হবে বলে অঙ্গীকার করেছিল ফক্সকন? জানলে হতবাক যাবেন(এই লিঙ্কে)