একেবারে অত্যন্ত উদ্বেগের ঘটনা।
রবিবার মুম্বইয়ের নাগপাড়ায় একটি নির্মীয়মাণ বাড়ির জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে দমবন্ধ হয়ে মৃত্যু হল চারজন ঠিকা শ্রমিকের।
বৃহৎ মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে, দমকলের কর্মীরা তাঁদেরকে উদ্ধার করে দ্রুত জেজে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত বলে ঘোষণা করেছে। মৃত শ্রমিকদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। শ্বাসরোধ হয়ে তাঁদের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বিসমিল্লা স্পেস বিল্ডিং এলাকায় এই ঘটনা হয়েছে। দুপুর সাড়ে ১২টা নাগাদ এই ঘটনা হয়েছে বলে খবর।
ঘটনার কথা জানাজানি হতেই দমকলে খবর দেওয়া হয়। এরপর দ্রুত দমকল বাহিনী ঘটনাস্থলে যায়। এরপর জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। এরপর চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরে পুরসভার আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়েছেন। কীভাবে এই ঘটনা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।