ফ্যাশন ব্র্যান্ড ম্যাঙ্গোর প্রতিষ্ঠাতা ও মালিক ইসাক আন্দিচের মৃত্যু হল দুর্ঘটনায়। রিপোর্ট অনুযায়ী, শনিবার এক হাইকিং দুর্ঘটনায় মারা যান ইসাক। ইস্তানবুলে জন্মগ্রহণ করা ইসাকের বয়স হয়েছিল ৭১ বছর। জানা গিয়েছে, বার্সেলোনার নিকটবর্তী মন্টসেরাট গুহার কাছে পরিবারের সঙ্গে হাইকিংয়ে গিয়েছিলেন ইসাক। সেই সময়ই ১৫০ মিটার উঁচু পাহাড় থেকে পা পিছলে পড়ে যান তিনি। ম্যাঙ্গোর সিইও টনি রুইজ ইসাকের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, 'ইসাকের প্রয়াণে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। তবে আমরা সবাই, কোনও না কোনওভাবে, তাঁর ঐতিহ্যের সাক্ষী থেকেছি। ইসাক যে প্রকল্প উচ্চাভিলাষী এবং গর্বিত ছিলেন, তা অব্যাহত রাখা এখন আমাদের ওপর নির্ভর করছে।' (আরও পড়ুন: মমতার দেখানো পথে এবার হাঁটবে লালুর দল, ২৫০০-র প্রতিশ্রুতি বিহারের মহিলাদের)
আরও পড়ুন: বিচারে বিলম্বের জন্য এবার আরজি করের নির্যাতিতার বাবা-মাকেই দায়ী করলেন কুণাল ঘোষ!
এদিকে ইসাকের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন কাতালোনিয়ার প্রাদেশিক সরকারের প্রধান স্যালভাদোর ইল্লা। তিনি বলেন, 'ইসাক একজন প্রতিশ্রুতিবদ্ধ ব্যবসায়ী ছিলেন। তিনি তাঁর নেতৃত্বের মাধ্যমে কাতালোনিয়াকে মহান করে তোলার চেষ্টা করেছিলেন। বিশ্বের কাছে তিনি কাতালোনিয়াকে তুলে ধরতে বড় অবদান রেখেছেন। কাতালান ও বৈশ্বিক ফ্যাশন খাতে তিনি অমোচনীয় ছাপ রেখে গিয়েছেন।' (আরও পড়ুন: অতুল আত্মহত্যা মমলায় গ্রেফতার স্ত্রী নিকিতা, পুলিশের জালে শাশুড়ি-শ্যালকও)
আরও পড়ুন: গলফগ্রিনে কাটা মুন্ডু কাণ্ডে মিলল বাকি দেহ, কেন শ্যালিকাকে খুন জামাইবাবুর?
উল্লেখ্য, ১৯৬০-এর দশকে ইসাক তাঁর পরিবারের সঙ্গে তুরস্ক থেকে স্পেনের কাতালোনিয়ায় চলে আসেন এবং ১৯৮৪ সালে ম্যাঙ্গো প্রতিষ্ঠা করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের ২৮০০টি স্টোর আছে বিশ্বজুড়ে। বর্তমানে ম্যাঙ্গোর নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে ছিলেন ইসাক। তাঁর 'নেট ওয়ার্থ' ছিল ৪.৫ বিলিয়ন ডলার। ২০২৩ সালে ম্যাঙ্গোর উপার্জন হয়েছিল ৩.১ বিলিয়ন ইউরো। সংগঠনের ৩৩ শতাংশ ব্যবসাই অনলাইনে হয়েছিল। বিশ্বের ১২০টি মার্কেটে ম্যাঙ্গোর অস্তিত্ব ছিল বলে জানা যায়। (আরও পড়ুন: আরজি করের আটতলার ঘর কেন সিল করা হয়েছে? ফের মিলছে রহস্যের গন্ধ)
আরও পড়ুন: সংবিধান পরিষদ চেয়েছিল দেশে যাতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হয়: মোদী
উল্লেখ্য, ১৯৮৪ সালে ম্যাঙ্গো প্রতিষ্ঠা করার পরে দ্রুত নিজের ব্র্যান্ডকে ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছিলেন ইসাক। স্পেনে পরপর স্টোর খুলেছিলেন তিনি। সঙ্গে পড়শি দেশ পর্তুগাল এবং ফ্রান্সেও ম্যাঙ্গো ব্র্যান্ডে স্টোর খুলেছিলেন ইসাক। ২০২৪ সালের মার্চে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির গ্লোবাল রিটেইল ডিরেক্টর সিজার ডি ভিসেন্টে বলেন, 'তিনি দেখেছিলেন, আমাদের রং ও স্টাইল দরকার।'