আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। এই আবহে প্রতিবাদে পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। নির্যাতিতার মা-বাবাও সেই প্রতিবাদ কর্মসূচিতে যোগদান করেছিলেন। আর তা নিয়ে মুখ খুলে বিস্ফোরক দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। ঘাসফুল শিবিরের সাধারণ সম্পাদকের কথায়, 'নির্যাতিতার বাবা মার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। স্বার্থান্বেষী কিছু দলের পাল্লায় পড়ে যে যে পদক্ষেপ তাঁরা করেছেন... হাতজোড় করে বলছি আপনারাই দায়ী।' কুণালের প্রশ্ন, 'এই আন্দোলনের সঙ্গে বিচারের কোনও সম্পর্ক নেই। কুলতলি বা অন্য ক্ষেত্রে আমরা দেখেছি চার্জশিট দিয়ে ধর্ষণ খুনে ফাঁসির সাজা হয়ে গিয়েছে। আরজি করের বেলায় হল না কেন?' (আরও পড়ুন: আরজি করের আটতলার ঘর কেন সিল করা হয়েছে? ফের মিলছে রহস্যের গন্ধ)
আরও পড়ুন: গলফগ্রিনে কাটা মুন্ডু কাণ্ডে মিলল বাকি দেহ, কেন শ্যালিকাকে খুন জামাইবাবুর?
নির্যাতিতার মা-বাবার উদ্দেশে কুণাল ঘোষ বলেন, 'আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি সিবিআইকে দোষারোপ করার অধিকার আপনাদের নেই। আপনারা ডেকে এনেছেন ওদের। কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছিল অভিযুক্ত সিভিককে। এই সুযোগে ডাক্তারি দলগুলোকে রাজনীতির মঞ্চে কাজে লাগানো হয়েছে। সংগঠন দখলের জন্য কাজে লাগানো হয়েছে। তরুণী চিকিৎসকের মৃত্যুকে কাজে লাগিয়েছেন ডাক্তারদের সংগঠন। আর সেই বিচিত্র বীর্য গোস্বামী কই, আমি সোমা বলছি কই? ভুয়ো খবর ছড়ানো হল। আপনারা বলছেন বিচারের দাবিতে মিছিল, বিচার তো চলছে শিয়ালদা কোর্টে। সুপ্রিম কোর্ট তো আর ট্রায়াল কোর্ট নয়। সিবিআই নতুন করে কিছু খুঁজে পায়নি।' (আরও পড়ুন: অতুল আত্মহত্যা মমলায় গ্রেফতার স্ত্রী নিকিতা, পুলিশের জালে শাশুড়ি-শ্যালকও)
এদিকে জুনিয়র চিকিৎসকদের আন্দোন নিয়ে প্রশ্ন তুলে কুণাল ঘোষ বলেন, 'কীসের জন্য জুনিয়র ডাক্তাররা রাস্তায় নামছেন? কেন পথচারীদের অসুবিধা করা হচ্ছে? জুনিয়র ডাক্তারদের ফ্রন্টকে জবাব দিতে হবে, যে পাঁচজন ময়নাতদন্তে সই করে মান্যতা দিয়ে এসেছেন সেই পাঁচজন সামনে আসুন, প্রেস কনফারেন্স করুন। আজ আপনারা লাফাচ্ছেন কেন? সিবিআই তো আপনারা ডেকেছিলেন। কে কী বলবে, কোথায় নাটক, সিনেমা করবে, বিজ্ঞাপনে রড ধরে দাঁড়িয়ে থাকবে তাদের কথায় কোর্ট চলবে? রাস্তায় নেমে রাস্তাটাকে ডিস্টার্ব করবেন কেন? কটা শুকনো নকশাল আর শূন্য সিপিএম মিলে? আপনাদের বৃন্দা গ্রভার সরে গেলেন কেন? বিকাশ বাবুকে সরিয়ে দিলেন কেন? উনিই তো সিবিআই আদায় করে এনেছেন। বিচারপতরা বলছেন তদন্ত প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়ায় ভুল নেই, সেটাও মানবেন না? ভেবেছেন কী?' (আরও পড়ুন: গ্রেফতার ৪, সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলার ঘটনায় অবশেষে পদক্ষেপ পুলিশের)
আরও পড়ুন: বাংলাদেশে ভোট কবে? বড় পরিকল্পনার কথা ইউনুসের উপদেষ্টার মুখে, মন্তব্য ভারত নিয়েও
এদিকে এক সোশ্যাল মিডিয়া বার্তায় কুণাল ঘোষ দলের সদস্যদের উদ্দেশে বলেন, 'তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়াতে সক্রিয় সহযোদ্ধাদের প্রতি অনুরোধ: আরজি কর নিয়ে আবার কিছু ধান্ধাবাজ, স্বার্থান্বেষীমহল ও মিডিয়ার একাংশ কুৎসা, অপপ্রচার, উস্কানি, রাস্তাঘাটে নাটকের চেষ্টা শুরু করছে। চলুন, আর একবার আমরাও নামি। কুৎসা, বিকৃত প্রচারের জবাবে পাল্টা যুক্তি, জবাব শুরু হোক। আইন ও আদালতে আস্থা রেখে আমরা সুযোগসন্ধানীদের বুঝিয়ে দেব কত ধানে কত চাল। চলুন সহযোদ্ধারা, নামা যাক। আগস্ট থেকে যে লড়াইটা সবাই মিলে করেছিলাম, এখন নাটকবাজদের আরেক রাউন্ড দেখিয়ে দেওয়া যাক। জয় বাংলা।'