1 মিনিটে পড়ুন Updated: 18 May 2024, 10:12 AM ISTNewschecker
) – তে প্রকাশিত একটি প্রতিবেদনে থেকে জানা যায়, মুম্বই বিজেপির নেতা অজয় বুদগুজর এই সোনার বিস্কুট উদ্ধারের অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে সোনার বিস্কুট নয়, বরং কবলমাত্র সুগন্ধীর বোতল উদ্ধার করেছে পুলিশ।
এবং ওয়েবসাইটেও।
Newschecker-এর তরফে মুম্বইয়ের বিজেপি নেতা অজয় বুদগুজরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি আমাদের জানান, “৯ মে রাতে আমাকে ঘাটকুপারের চিরাগ নগর পুলিশ স্টেশনে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘক্ষন অপেক্ষা করিয়ে পুলিশ তদন্ত শুরু করেছিল। আমার গাড়ি তল্লাশি করে কেবলমাত্র নির্বাচনী সামগ্রী উদ্ধার হয়েছিল, কোনও সোনার বিস্কুট উদ্ধার হয়নি। এরপরই পুলিশ আমাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় সোনার বিস্কুট উদ্ধারের গুজব রটতে থাকে।"
চিরাগ নগর থানার এক আধিকারিকের সঙ্গেও যোগাযোগ করেছিল Newschecker। তিনি আমাদের জানান যে নির্বাচন কমিশনের নির্দেশ মতো ওই তল্লাশি অভিযান চলেছিল। তবে সোনার বিস্কুট উদ্ধর হয়নি।