চিতা বাঘের সঙ্গে লড়াই করে নিজের জীবন বাঁচালেন প্রাক্তন সেনা জওয়ান। বাঘে মানুষের লড়াই চলে প্রায় পাঁচ মিনিট ধরে। শেষ পর্যন্ত ক্রমাগত কিল, ঘুষি ও লাঠির আঘাতে চিতা বাঘটিকে পিটিয়ে মারলেন ওই প্রাক্তন সেনা জওয়ান। এরকমই হাড় হিম করা বাঘে মানুষের লড়াইয়ের ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বিজনোরের আফজালগড় অঞ্চলের ভিক্কাওয়ালা গ্রামে। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায়। চিতা বাঘের হামলায় গুরুতর আহত হয়েছেন প্রাক্তন সেনা জওয়ান। তাঁর নাম তেকবির নেগি (৫৫)।
আরও পড়ুন: ফের ডুয়ার্সের চা বাগানে চিতা বাঘের হামলা, গুরুতর আহত চা শ্রমিক
জানা গিয়েছে, অবসরের পর নেগি এখন কৃষিকাজের সঙ্গে যুক্ত। বুধবার সন্ধ্যায় তিনি মাঠে কাজ করছিলেন। সেই সময় আচমকা চিতাবাঘটি তাঁর উপর হামলা চালায়। চিতা বাঘটি প্রাক্তন সেনা জওয়ানের মুখ কামড়ে ধরে। কিন্তু, তাতে ভয় পাননি প্রাক্তন সেনা জওয়ান। নিজেকে বাঁচাতে প্রাণপণ লড়াই চালিয়ে যান চিতা বাঘের সঙ্গে। হাতে থাকা একটি লাঠি দিয়ে ক্রমাগত চিতা বাঘকে আঘাত করতে থাকেন তিনি। আর সেই সঙ্গে লাগাতার কিল, ঘুষি মারতে থাকেন। এক সময় চিতাবাঘটি তাকে ছেড়ে দেয়। এরপর চিতাবাঘটিও কৃষককে থাবা দিয়ে পালটা আক্রমণ করে। প্রায় পাঁচ মিনিট ধরে উভয়ের মধ্যে লড়াই চলে। ঘটনার বিষয়টি জানতে পেরে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। তবে ততক্ষণে চিতাবাঘটি অজ্ঞান হয়ে পড়ে এবং কিছুক্ষণ পরেই মারা যায়।