
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
পাকিস্তানের হানাদার বাহিনীও বাংলাদেশে যে কাজটা করেনি, সেটাই হচ্ছে মহম্মদ ইউনুসের আমলে। শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে তাণ্ডব ও আগুন লাগানোর ঘটনার পরে এমনই মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতের দিকে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন, সেইসময় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর চালানো হয়। ধরিয়ে দেওয়া হয় আগুন। তারপর বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওযা হতে থাকে। আর তা নিয়েই কড়া ভাষায় প্রতিক্রিয়া দেননি মুজিব-কন্যা হাসিনা। তিনি দাবি করেন, দেশের ইতিহাসকে ভুলুণ্ঠিত করছেন ইউনুসরা। যে বাড়িতে আগুন ধরানো হল, সেই ‘বাড়িতে বসেই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলেছিলেন’ শেখ মুজিব। তাঁর মা এক-একটা ইট দিয়ে সেই বাড়ি তৈরি করেছিলেন বলে দাবি করেন হাসিনা।
অডিয়ো বার্তায় হাসিনা বলেন, ‘একটা যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। মাত্র তিন বছর সাত মাসের মধ্যে যুদ্ধের সেই ভয়াবহতা কাটিয়ে উঠেছিলেন। ধ্বংসস্তূপের দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছিলেন, সেই বাংলাদেশকে মাত্র তিন বছর সাত মাসের মধ্যে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন।’
আরও পড়ুন: Nahid Islam: 'হাসিনা যদি ভারত থেকে রাজনীতি করার চেষ্টা করেন…'ওপারের সভা থেকে চমকাচ্ছেন নাহিদ
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সেইসময় যখন বাংলাদেশের মানুষের শান্তি-শৃঙ্খলা ফিরে আসছিল, মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, তখন আসে আঘাত। দিনটা ছিল ১৯৭৫ সালের ১৫ অগস্ট। ওই ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি, যেখান থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন জাতির পিতা, পাকিস্তানের হানাদার বাহিনী তাঁকে গ্রেফতার করে নিয়েছিল ওই ঘটনার পরে। তখনও এই বাড়িটা লুটপাঠ করেছিল। কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি। ভাঙেনি।’
সেই ঐতিহাসিক বাড়িকেও ইউনুসদের আমলে ছাড়া হল না বলে আক্ষেপ প্রকাশ করেছেন হাসিনা। তবে শুধু সেই বাড়িটা নয়, বুধবার খুলনায় ভেঙে দেওয়া হয় হাসিনার কাকার বাড়িও। রীতিমতো ঘোষণা করে প্রাথমিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজন (নিজেদের তেমনই পরিচয় দেয়) সেই বাড়িতে ভাঙচুর চালান। পরবর্তীতে পুরসভার বুলডোজার নিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হতে থাকে।
সেখানেই তাণ্ডবলীলায় ইতি পড়েনি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হাসিনা ও মুজিবরের সঙ্গে সম্পর্কিত ম্যুরাল, নামফলক ভাঙচুর করা হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা দাবি করেছেন, বাংলাদেশে ধ্বংসের খেলা শুরু হয়েছে। চলছে রক্তের খেলা। বিশ্বের কাছে যে বাংলাদেশ রোল মডেল ছিল, সেই দেশকে এখন জঙ্গিদের দেশে পরিণত করা হয়েছে। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, যে আন্দোলনের মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তা আদতে ইউনুসদের ষড়যন্ত্র ছিল।
৳7,777 IPL 2025 Sports Bonus