বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) আকাসা এয়ারকে ১০ লক্ষ টাকা জরিমানা করল। গত সেপ্টেম্বরে বেঙ্গালুরু থেকে পুনেগামী বিমানে উঠতে অস্বীকার করেছিলেন ৭ জন যাত্রী। কিন্তু, নিয়ম মেনে তাদের ক্ষতিপূরণ না দেওয়ায় বিমান সংস্থাকে এই অর্থ জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন: 'পিছনের সিটে এসো', বিমানের মধ্যে ছাত্রীকে 'কুপ্রস্তাব' অফ-ডিউটি পাইলটের
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৬ সেপ্টেম্বর। আকাসার বেঙ্গালুরু থেকে পুনেগামী কিউপি ১৪৩৭ রাত ৮.৫০ টায় উড়ানের কথা ছিল। বিমানটিকে রক্ষণাবেক্ষণের জন্য কাজ চলছিল। যার মধ্যে ৯টি আসন প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু, সেগুলি পরিষেবার অযোগ্য ছিল। ফলে সাতজন যাত্রী বিমানে উঠতে অস্বীকার করেছিলেন। ফলে তাদের অন্য বিমানে করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার কথা ছিল। সেই মতো তাদের ইন্ডিগোর অন্য একটি বিমানে করে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়। যদিও তা দুঘণ্টা দেরিতে তাদের পৌঁছে দেয়। ইন্ডিগোর বিমানটি ছেড়েছিল রাত ১০.৪০ টা নাগাদ। আর সেখানেই ঘটে বিপত্তি। কারণ ডিজিসিএ-র নিয়ম অনুযায়ী যদি বিকল্প বিমান মূল বিমানটির প্রস্থানের এক ঘণ্টার চেয়ে দেরি করে তাহলে যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে। সেক্ষেত্রে ক্ষতিপূরণের নিয়ম হল যাত্রীরা প্রাথমিক ভাড়ার ২০০ শতাংশ এবং সর্বাধিক ১০০০০ টাকা পর্যন্ত জ্বালানী খরচ বাবদ পাওয়ার অধিকারী।