সাতসকালে একের পর এক স্কুলে বোমাতঙ্ক। চরম আতঙ্কে হুলস্থূল দিল্লি ও বেঙ্গালুরুতে। ঘটনাস্থলে দমকল, বোম স্কোয়াডের পাশাপাশি হাজির পুলিশের শীর্ষ আধিকারিকরা। এদিকে বোমা হামলার হুমকি ছড়িয়ে পড়তে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে চূড়ান্ত চাঞ্চল্য।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ফের দিল্লি এবং বেঙ্গালুরুর একাধিক স্কুলে বোমাতঙ্কের জেরে শোরগোল পড়ে গিয়েছে।জানা গেছে, রাজধানীর প্রায় ২০টি স্কুলের পর বেঙ্গালুরুর কমপক্ষে ৪০টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, শুক্রবার সকালে পরপর হুমকি মেল পৌঁছয় রাজরাজেশ্বরি নগন, কেঙ্গারি-সহ বিভিন্নি এলাকার স্কুলগুলির কাছে। তারপর থেকেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে।খবর পাওয়ার পরেই বেঙ্গালুরু সিটি পুলিশ ওই সব স্কুলের সামনে বিপুল পুলিশ মোতায়েন করেছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যান বম্ব স্কোয়াডের কর্মীরাও। পড়ুয়া-শিক্ষক-কর্মী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলগুলি জুড়ে শুরু হয় ব্যাপক তল্লাশি। বহু খোঁজাখুঁজির শেষে পুলিশ জানিয়েছে, কোথাও কিছু মেলেনি। সবকিছু নিরাপদেই আছে।
জানা গিয়েছে, বেসরকারই স্কুলগুলির কাছে যে ইমেল গুলি গিয়েছে, সেখানে বিষয় হিসেবে লেখা হয়েছে, 'স্কুলের ভিতরে বোমা।' মেলের প্রেরক লিখেছিল, বেশ কিছু বিস্ফোরক রয়েছে, যেগুলিতে অতি বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন ট্রিনিট্রোটোলিন রয়েছে।সূত্রের খবর, ইমেলে লেখা ছিল, 'বিস্ফোরকগুলি কালো প্লাস্টিকের ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। আমি তোমাদের প্রত্যেককে এই পৃথিবী থেকে মুছে ফেলব। একটিও প্রাণ বেঁচে থাকবে না। আমি যখন খবর দেখব, তখন আমি কেবল হাসব, উল্লাস করব। ধীরে ধীরে স্কুলের সামনে উপস্থিত হবেন বাবা-মায়েরা। দেখবেন চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সন্তানের দেহ।' ইমেলে প্রেরক জানিয়েছেন, ওই সংবাদ বাইরে আসার পরেই সে আত্মহত্যা করবে।
কিছুকাল চুপ থাকার পর ফের শুরু হয়েছে দিল্লির স্কুলগুলোতে বিস্ফোরণের হুমকি মেল আসা। শুক্রবার দিল্লির ২০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ভয়ের আবহে শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। হুমকি ইমেল পাওয়া স্কুলগুলির মধ্যে রয়েছে, পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল এবং রোহিণী সেক্টর ৩-এ অবস্থিত অভিনব পাবলিক স্কুল।দিল্লি পুলিশ এবং দমকল বিভাগের দল স্কুলগুলিতে দ্রুত তল্লাশি অভিযান শুরু করে। তবে বেশিরভাগ স্কুলেই হুমকিগুলি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে।চলতি সপ্তাহের প্রথম তিন দিনে, দিল্লির ১১টি স্কুল এবং একটি কলেজে একই ধরণের হুমকি ইমেল পেয়েছিল।
উল্লেখ্য, গত বুধবার দিল্লির অন্তত ৭টি স্কুলে বোমা রাখা আছে বলে হুমকি এসেছিল। তার আগে সোম, মঙ্গলবারেও একই ঘটনা ঘটেছিল রাজধানীর বুকে।গত মঙ্গলবার সকালে সেন্ট স্টিফেনস কলেজ নর্থ ক্যাম্পাস ও দ্বারকার সেন্ট টমাস স্কুলে বোমা রাখার হুমকি মেল আসে। দ্রুত তল্লাশি অভিযান চালিয়ে সেন্ট স্টিফেনস কলেজ চত্বর থেকে চারটি দেশী বিস্ফোরক ও ২ প্যাকেট আরডিএক্স উদ্ধার হয়।কলেজের এগুলি লাইব্রেরি-সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রাখা ছিল। পুলিশ কর্তা জানিয়েছিলেন, দুপুর ২টোর সময় বিস্ফোরণের কথা ছিল। অন্যদিকে, বারবার বোমার হুমকি মেল আসায় বিজেপি সরকারকে নিশানা করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশী। তিনি বলেন, ২০টির বেশি স্কুলে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছে আজ। পড়ুয়া, অভিভাবক ও শিক্ষাকর্মীদের মনের ভিতর দিয়ে কী গিয়েছে একবার ভাবুন। দিল্লিতে বিজেপির ৪ ইঞ্জিনের সরকার চলছে। কিন্তু, তারা রাজধানীর বাচ্চাদের ন্যূনতম নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ।