বাংলা নিউজ > ঘরে বাইরে > IndiGo Superwoman: উড়ানেই নেতিয়ে পড়েন বৃদ্ধ, প্রাণ বাঁচালেন ‘সুপারওম্যান’! বিমানকর্মীর দক্ষতায় মুগ্ধ যাত্রী

IndiGo Superwoman: উড়ানেই নেতিয়ে পড়েন বৃদ্ধ, প্রাণ বাঁচালেন ‘সুপারওম্যান’! বিমানকর্মীর দক্ষতায় মুগ্ধ যাত্রী

এভাবেই ইন্ডিগোর ওই বিমানকর্মীকে উপস্থাপিত করেছেন সঞ্চিত মহাজন। (Linkedin)

সঞ্চিত জানান, এই বিমানকর্মীদের মধ্যে একজনের ভূমিকা ছিল সবথেকে লক্ষ্যণীয়। কিন্তু, তিনি সেই তরুণীর নাম জানেন না। তিনি অত্যন্ত শান্তভাবে গোটা পরিস্থিতি সামাল দেন। তাঁর এই কর্মদক্ষতা এবং নিজের কাজের প্রতি দায়িত্ববোধ ও মমত্ব সঞ্চিতকে মুগ্ধ করেছে। সেই কারণেই তিনি তাঁকে ‘সুপারওম্য়ান’ বলে সম্বোধন করেছেন।

মাঝ-আকাশেই ক্রমশ নেতিয়ে পড়ছিলেন প্রবীণ যাত্রী। রক্ষা পেলেন এক বিমানকর্মীর ঐকান্তিক প্রয়াস, প্রচেষ্টা ও সেবায়। এভাবে একজন বিমানকর্মীকে নিজের দায়িত্ব পালন করতে দেখে অভিভূত দিল্লির এক শিল্পোদ্যোগী। সেই বিমানকর্মীকে নিজের লিঙ্কডইন পোস্টে প্রশংসায় ভরালেন তিনি। তাঁকে অবিহিত করলেন 'সুপারওম্যান' বলে!

সঞ্চিত মহাজন নামে ওই লিঙ্কডইন ইউজার তাঁর দীর্ঘ পোস্টে গত ১২ জানুয়ারির একটি ঘটনা তুলে ধরেছেন। সেদিন ইন্ডিগো-র একটি বিমানে পুণে থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি। সেই সময়েই এই ঘটনার সাক্ষী হন সঞ্চিত। তাঁর মতে, এই ধরনের ঘটনা সবসময় সেভাবে প্রচার পায় না। কিন্তু, সেটা পাওয়া উচিত।

সঞ্চিতের পোস্ট থেকেই জানা যায়, ঘটনার দিন বিমানে সওয়ার ছিলেন এক প্রবীণ যাত্রী। যাঁর বয়স ৭০ বছরের বেশিই হবে। মাঝ-আকাশে তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। ধীরে ধীরে জ্ঞান হারাতে শুরু করেন তিনি। নেতিয়ে পড়েন নিজের আসনে।

ওই বিমানে চিকিৎসা পরিষেবা বলতে কিছুই ছিল না। বিমানে কোনও চিকিৎসকও ছিলেন না। ফলত, উপস্থিত সকলেই অস্থির ও আশঙ্কিত হয়ে পড়েন। কিন্তু, বিমানকর্মীরা হাল ছাড়েননি। তাঁরা ওই যাত্রীকে সহযোগিতা করতে এগিয়ে আসেন।

সঞ্চিত জানান, এই বিমানকর্মীদের মধ্যে একজনের ভূমিকা ছিল সবথেকে লক্ষ্যণীয়। কিন্তু, তিনি সেই তরুণীর নাম জানেন না। তিনি অত্যন্ত শান্তভাবে গোটা পরিস্থিতি সামাল দেন। তাঁর এই কর্মদক্ষতা এবং নিজের কাজের প্রতি দায়িত্ববোধ ও মমত্ব সঞ্চিতকে মুগ্ধ করেছে। সেই কারণেই তিনি তাঁকে 'সুপারওম্য়ান' বলে সম্বোধন করেছেন।

সঞ্চিত জানান, ওই বিমানকর্মী প্রথমেই প্রায় অচেতন হয়ে পড়া ওই প্রবীণ যাত্রীর ঘাড় শক্ত করে ধরেন। তারপর তাঁকে অক্সিজেন দেন। তাতে তিনি কিছুটা স্থিতিশীল হন। এবং এরপর টানা প্রায় ৩০ থেকে ৪০ মিনিট ধরে তাঁর সেবা করে যান।

সঞ্চিত জানান, বিমানকর্মীর প্রয়াস ও প্রচেষ্টা কাজে আসে। ধীরে ধীরে ওই প্রবীণ যাত্রী সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনা যে ওই বিমানকর্মীকে মানসিকভাবেও অত্যন্ত প্রভাবিত করেছিল, সেটাও লক্ষ করেছেন সঞ্চিত।

তিনি ওই বিমানকর্মী সম্পর্কে তাঁর সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, 'আমি ওঁর চোখে জল দেখেছিলাম। তিনি হয়তো এই ঘটনায় অভিভূত হয়ে পড়েছিলেন। হয়তো ওই প্রবীণ যাত্রীকে ধীরে ধীরে সুস্থ হতে দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। অধিকাংশ যাত্রীই ওঁকে এবং বাকি বিমানকর্মীদের তাঁদের এই ঐকান্তিক প্রচেষ্টার জন্য যথাযথ কৃতজ্ঞতা জানাতে পারেননি।'

সঞ্চিত জানিয়েছেন, বিমান থেকে নামার সময় তিনি ওই বিমানকর্মীকে তাঁর এই অসাধারণ সাফল্যের জন্য সাধুবাদ ও অভিনন্দন জানাতে ভোলেননি। একইসঙ্গে, বিমানকর্মীদের এত উচ্চমানের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইন্ডিগো কর্তৃপক্ষেরও প্রসংশা করেছেন দিল্লির ওই উদ্যোক্তা। ইন্ডিগোর তরফে এর জন্য তাঁকে কৃতজ্ঞতাও পালটা জানানো হয়েছে।

পরবর্তী খবর

Latest News

ধোনি হওয়ার চেষ্টা করছে পন্ত, সেই লেভেলের ধারেকাছেও নয়, দাবি জাতীয় দলের সতীর্থর উদিত নারায়ণকে 'কামুক বুড়ো' বলে কটাক্ষ, অমিত ট্যান্ডন বললেন,‘আমার বউ-এর সঙ্গে..' কলমা পড়তে পারেননি, চলল গুলি, লুকিয়ে পড়ো!স্ত্রীকে বলেই জঙ্গিদের মুখোমুখি স্বামী জলে গেল মেহেদির ‘১০ উইকেট’, জিম্বাবোয়ের কাছে হেরে পচা শামুকে পা কাটল বাংলাদেশের মে মাসে কৃপায় মেজাজে আসছেন কেতু! বৃষ, সিংহ সহ বহু রাশিতে লাভ বর্ষণ ATM-এ সোনার গয়না জমা দিলেই ‘হাতে হাতে’ মিলছে দাম! আজব কাণ্ড চিন দেশে ‘আগুনপাখি’কে ত্রিপুরার চাকরিহারাদের কাছে যেতে পরামর্শ কুণালের, জবাব দিল নেটপাড়া বড়পর্দায় জুটি বাঁধছেন ইয়ামি - ইমরান, উঠে আসবে শাহ বানো মামলার কাহিনী ৩০ এপ্রিল পর্যন্ত ফ্লাইট রিশিডিউল হবে ফ্রি-তে! পহেলগাঁও আতঙ্কের মাঝে বড় ঘোষণা লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG

Latest nation and world News in Bangla

কলমা পড়তে পারেননি, চলল গুলি, লুকিয়ে পড়ো!স্ত্রীকে বলেই জঙ্গিদের মুখোমুখি স্বামী ATM-এ সোনার গয়না জমা দিলেই ‘হাতে হাতে’ মিলছে দাম! আজব কাণ্ড চিন দেশে এবার অন্য সুরে কাশ্মীরের ইমামরাও! নিন্দায় উপত্য়কা, অঘোষিত বনধ, ৩৫ বছরে এই প্রথম! জঙ্গির হাতের অস্ত্র ছিনিয়ে নিতে গিয়েছিলেন! গুলিতে ঝাঁঝরা কাশ্মীরি ঘোড়াওয়ালা 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে...', পহেলগাঁও হানায় বললেন চিনের 'বন্ধু' মহম্মদ মুইজ্জু ‘রাম রামের…আমরা গলা কাটব’, পহেলগাঁও হামলার আগে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি মিটিং! পহেলগাঁও হামলায় উচ্ছ্বাস, পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে ঝাড়খণ্ডে ধৃত মহম্মদ নওশাদ বৈসরণে শাহ! পহেলগাঁও হামলায় মৃতদের পরিবারের আর্থিক সহায়তার ঘোষণা জম্মু সরকারের শিবমন্দির দেখতে গিয়েই বাঁচল প্রাণ! কাশ্মীরে হানিমুনে গিয়ে রক্ষা নদিয়ার দম্পতির লস্করের ‘ছায়া দানব’ TRF কাশ্মীরে কবে থেকে তাণ্ডব শুরু করে? হানার প্যাটার্ন কী!

IPL 2025 News in Bangla

ধোনি হওয়ার চেষ্টা করছে পন্ত, সেই লেভেলের ধারেকাছেও নয়, দাবি জাতীয় দলের সতীর্থর লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন রাহুল সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ IPL 2025- এ! দেখা যাবে না আতশবাজি ও চিয়ারলিডার এত কম ওভার বল করছেন কেন? LSG ম্য়াচ জিতে কী বললেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ কেন ৭ নম্বরে নামলেন ঋষভ? মায়াঙ্ককে কবে খেলাবে LSG? DC ম্যাচ হেরে মুখ খুললেন পন্ত অভিনন্দন জানাতে এলেন গোয়েঙ্কা, কথাই বলতে চাইলেন না রাহুল, ভোলেননি অপমান!- ভিডিয়ো উপেক্ষার একানায় LSG-কে জবাব রাহুলের, দিল্লির জয়ের মঞ্চ গড়লেন বাংলার ২ ক্রিকেটার DC-র বিরুদ্ধে ৭ নম্বরে ব্যাট করে শূন্য রানে বোল্ড পন্ত, বিরক্তির হাসি গোয়েঙ্কার!

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.