আগামী মাস থেকেই শিশুদের করোনাভাইরাস টিকা দেওয়া হতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া এমনটাই আশাপ্রকাশ করেছেন বলে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। সূত্র উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, মঙ্গলবার বিজেপি সংসদীয় কমিটির বৈঠকে মাণ্ডবিয়া আশাপ্রকাশ করেছেন যে আগামী মাস থেকেই শিশুদের করোনা টিকাকরণ শুরু করতে পারে কেন্দ্র। আপাতত ১৮ বছর বা তার ঊর্ধ্বের নাগরিকদের টিকা প্রদান করা হচ্ছে। তবে করোনাভাইরাসের সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে শিশুদেরও টিকা প্রদান করার বিষয়ে কেন্দ্র পদক্ষেপ করছে বলে সূত্রের খবর। এমনিতেই বিশেষজ্ঞদের আশঙ্কা, তৃতীয় ঢেউয়ে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে শিশুদের উপর। সেজন্য দীর্ঘদিন ধরেই দ্রুত শিশুদের টিকা দেওয়ার পক্ষে সওয়াল করে আসছেন তাঁরা।সেইসঙ্গে সূত্র উদ্ধৃত করে এএনআই জানিয়েছে যে সংসদীয় কমিটির বৈঠকে মাণ্ডবিয়া দাবি করেছেন, আগামিদিনে আরও বেশি সংখ্যক সংস্থা ভারতে টিকা উৎপাদনের ছাড়পত্র পাবে। তার ফলে শীঘ্রই বিশ্বের সবথেকে বড় টিকা প্রস্তুতকারী হয়ে উঠবে ভারত।এমনিতে গত জুনে কেন্দ্র দাবি করেছিল, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী দেশে ১৮-র ঊর্ধ্বে মানুষের সংখ্যা ৯৩-৯৪ কোটি। তাঁদের সম্পূর্ণ টিকাকরণের জন্য ১৮৬ থেকে ১৮৮ কোটি ডোজ লাগবে। ৩১ জুলাইয়ের মধ্যে ৫১.৬ কোটি ডোজ মিলছে। সেই নিরিখে আরও ১৩৫ কোটি ডোজের প্রয়োজন আছে। যা চলতি বছরের শেষের মধ্যে হাতে চলে আসবে। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিন্তু কোভ্যাক্সিনের কারণে সেই লক্ষ্যমাত্রা আদৌ পূরণ হবে কিনা, তা নিয়ে ধন্দে আছেন বিশেষজ্ঞরা।