দেশের প্রথম রাজ্য হিসাবে এক লক্ষ করোনা আক্রান্তের সংখ্যা অতিক্রম করল মহারাষ্ট্র। এর মধ্যে মারা গিয়েছেন ৩৭১৭ জন। শুক্রবারের তথ্য অনুযায়ী, নয়া কেসের সংখ্যা ৩৪৯৩। গত ২৪ ঘণ্টায় করোনা মারা গিয়েছেন ১২৭ জন। সবমিলিয়ে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ১০১১৪১, মৃত ৩৭১৭। এর মধ্য সবচেয়ে খারাপ অবস্থা মুম্বইয়ে। গত ২৪ ঘণ্টায় বাণিজ্যনগরীতে আক্রান্ত ১৩৬৬, মৃত ৯০ জন। সবমিলিয়ে মুম্বইয়ে করোনা আক্রান্ত ৫৫৪৫১। মৃত ২০৪৪। প্রতি দশ লক্ষে মহারাষ্ট্রে প্রায় আটশো জন করোনা আক্রান্ত তা জাতীয় গড়ের চেয়ে অনেকটাই বেশি।ভারতে প্রতি লক্ষে গড়ে ২২৬.৯ জন করোনায় আক্রান্ত। তবে টেস্টিংয়ে প্রথম সারিতে আছে রাজ্য। প্রতি দশ লক্ষ মানুষের মধ্যে ৫১২৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। মুম্বইয়ের পর অবস্থা সবচেয়ে খারাপ সংলগ্ন থানেতে। সেখানে আক্রান্ত প্রায় ১৬ হাজার জন। পুনেতে আক্রান্ত প্রায় ১১ হাজার জন। মহারাষ্ট্রের প্রায় সব শহরই করোনার কবলে পড়েছে, যদিও নাগপুরে আক্রান্তের সংখ্যা হাজারের কম। যেই হারে কেসের সংখ্যা বেড়েছে, তাতে গুজব রটছিল হয়তো ফের লকডাউন ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তবে সেই পথে আপাতত যাচ্ছেন না। তবে মানুষকে সোশ্যাল ডিস্টেন্সিং সহ যাবতীয় নিয়ম মানতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রে এই মুহূর্তে কেস ডবল হওয়ার রেট জাতীয় গড়ের চেয়ে বেশি। এটা নিয়ে আশায় বুক বাঁধছেন উদ্ধব ও আদিত্য ঠাকরে যে ধীরে ধীরে হয়তো ক্ষীণ হয়ে যাবে করোনা। কিন্তু সামনের পথ যে রাজ্য প্রশাসনের কাছে খুবই চ্যালেঞ্জিং, সেটা বলাই বাহুল্য।