লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। একদিনে মিলছে একাধিক মৃত্যু খবরও।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১,০০০ ছাপিয়ে গেল, মৃত্যু ২৭ জনের
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,০২৪। সুস্থ হয়ে উঠেছেন ৯৫ জন। মৃত্যু হয়েছেন ২৭ জনের। একজন অন্যত্র চলে গিয়েছেন।
কেরালায় আটকে বাংলার প্রায় ২০০ শ্রমিক
কেরালার কোট্টায়ামে আটকে রাজ্যের ২০০ জন শ্রমিক। তাঁরা বলেন, 'আমাদের কাছে টাকা নেই। লকডাউনের সময় আমাদের বেতন দিতে নারাজ মালিকরা। আমরা চাই সরকার আমাদের বাড়িতে যোগাযোগ করতে সাহায্য করুক।'
কলকাতার সেনা হাসপাতালে করোনা আক্রান্ত এক
কলকাতার আর্মি কম্যান্ড হাসপাতালে কর্নেল পদমর্যাদার এক চিকিৎসকের দেহে করোনার অস্তিত্ব মিলল। তিনি সম্প্রতি নয়াদিল্লিতে ছিলেন। তাঁকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাঁর সহকর্মীদের জন্য সবরকমের সতর্কতামূলক ব্য়বস্থা নেওয়া হয়েছে।
ব্রিটেনে মৃত বেড়ে ১,২২৮
ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,২২৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ২০৯। জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
বিহারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
বিহার : ভাগলপুরে জওহরলাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চারজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। রাজ্যে মোট আক্রান্ত বেড়ে হল ১৫।
মহারাষ্ট্রে মৃতে বেড়ে ৮
মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট। প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শনিবার ৪০ বছরের এক মহিলার মৃত্যু হয়েছিল। আজ তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁর উচ্চ রক্তচাপজনিত সমস্যাও ছিল। বুলধানায় ৪৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ডায়াবেটিসের রোগী ছিলেন।
কর্নাটকে আক্রান্ত আরও ৭
শনিবার বিকেল পাঁচটা থেকে রবিবার দুপুর দুটো পর্যন্ত নতুন করে সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩। পাঁচজন সুস্থ হয়ে উঠেছেন। তিনজনের মৃত্যু হয়েছে।
তামিলনাড়ুুতে করোনা আক্রান্ত আরও ৮
তামিলনাড়ু : আরও আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। সবাই করোনা আক্রান্তে থাইল্যান্ডের নাগরিকদের সংস্পর্শে এসেছিলেন।
কেরালা করোনা আক্রান্ত বেড়ে ২০২
কেরালা : কেরালায় আরও ২০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এল। ১৮ জনের বিদেশ যাত্রার ইতিহাস রয়েছে। বাকিরা করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০২। তাঁদের মধ্যে ১৮১ জনের শরীরে এখনও করোনা রয়েছে। চারজন চিকিৎসাধীনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। জানাল রাজ্যের স্বাস্থ্য মন্ত্রীর কার্যালয়।
দুশোর গণ্ডি ছাড়াল মহারাষ্ট্র
মহারাষ্ট্রে করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ২০৩।
করোনার জেরে হেরাট ও জালালাবাদে কনস্যুলেট আধিকারিকদের সরাল ভারত
করোনাভাইরাস পরিস্থিতিতে আফগানিস্তানের হেরাট ও জালালাবাদের কনস্যুলেট থেকে কাবুলে সব আধিকারিকদের পাঠাল ভারত।
পুণেতে আরও চারজনের শরীরে করোনা
পুণে : আরও চারজনের করোনা রিপোর্ট পজিটিভ এল। এর ফলে শহরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪। তাঁদের মধ্যে সাতজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের ইনকিউবেশন পিরিয়ড শেষ হয়ে গিয়েছিল। রিপোর্টও নেগেটিভ এসেছিল।
করোনায় বিশ্বে মৃত্যু ছাড়াল ৩০ হাজার, আক্রান্ত ৬.৬ লাখের বেশি
করোনাভাইরাসের বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যে বিশ্বে মৃত্যুর সংখ্যা ৩০,০০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৬.৬ লাখের বেশি।
ইউরোপে করোনা মৃত্যু ছাড়াল ২০,০০০
শুধু ইউরোপেই করোনায় মৃত্যুর সংখ্যা ২০,০০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় স্পেনে ৮৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইতালিতেও গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৮০০-রও বেশি।
এবার লকডাউন ভাঙলেই ১৪ দিন কাটাতে হবে কোয়ারেন্টাইনে
লকডাউন ভাঙলেই ১৪ দিন কোয়ারেন্টাইনে কাটাতে হবে। ঘোষণা কেন্দ্রের।
বিহারে করোনা আক্রান্ত ১১
বিহার স্বাস্থ্য দফতর : রাজ্যে ১১ জন করোনা আক্রান্ত।
দুই বিশ্বযুদ্ধ-স্প্যানিশ ফ্লু দেখা ১০৮ বছরের বৃদ্ধার মৃত্যু করোনায়
দুটি বিশ্বযুদ্ধ দেখেছিলেন। ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লুও জয় করেছিলেন। কিন্তু করোনায় মৃত্যু হল ১০৮ বছরের বৃদ্ধার। একটি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের খবর। আগামী ৫ এপ্রিল ১০৯ তম জন্মদিন পালনের কথা ছিল হিলদা চার্চিলের। তার আগে বৃদ্ধার করোনা ধরা পড়ে। শনিবার ইংল্যান্ডের বাড়িতে মৃত্যু হয় তাঁর।
পরিযায়ী শ্রমিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, নির্দেশ কেন্দ্রের
যে পরিযায়ী শ্রমিকরা বড় শহর বা ভিনরাজ্য থেকে নিজেদের বাড়ি ফিরছেন, তাঁদের ১৪ দিন সরকারি কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখতে হবে। রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্র।
মুম্বইয়ে করোনায় মৃত্যু ৪০ বছরের মহিলার
মহারাষ্ট্র : মুম্বইয়ে মৃত্যু হল করোনা আক্রান্ত ৪০ বছরের এক মহিলার। প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি শনিবার হাসপাতালে ভরতি হয়েছিলেন। এর ফলে, মহারাষ্ট্র করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত।
রাজস্থানে করোনা আক্রান্তে বেড়ে ৫৫
রাজস্থান : ভিলওয়ারায় এক ৫৩ বছরের মহিলার দেহে করোনা মিলল। সেখানে এখনও পর্যন্ত ২৫ জনের দেহে করোনা পাওয়া গিয়েছে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫।
সামাজিক দূরত্ব বাড়ান, অনুভূতি-আবেগের দূরত্ব কমান, আর্জি মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী : সামাজিক দূরত্ব বাড়ান> অনুভূতি-আবেগের দূরত্ব কমান।
হাজার ছুঁইছুঁই দেশে করোনা আক্রান্ত, মৃত্যু বেড়ে ২৫
আজ সকাল ১০টা পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৭৯। সুস্থ হয়ে উঠেছেন ৮৬ জন। মৃত্যু হয়েছে ২৫ জনের। একজন অন্যত্র চলে গিয়েছেন। জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
গুজরাতের পর শ্রীনগর, মৃত্যু আরও এক করোনা আক্রান্তের
রবিবার সকালে শ্রীনগরে চেস্ট ডিজিজ হাসপাতালে মৃত্যু হল আরও এক করোনা আক্রান্ত বৃদ্ধের। ৬৭ বছরের ওই ব্যক্তির বাড়ি ট্যাংমার্গে। তাঁর বিদেশ যাত্রার কোনও ইতিহাস মেলেনি। তবে সৌদি আরব ফেরত এক দম্পতির সঙ্গে তিনি দেখা করেছিলেন। তাঁরা জিএমসি বারামুল্লা হাসপাতালে ভরতি আছেন। জম্মু ও কাশ্মীরে মৃতে বেড়ে দাঁড়াল ২।
গুজরাতে মৃত্যু আরও এক করোনা আক্রান্তের
আমদাবাদে আজ মৃত্যু হল করোনা আক্রান্ত এক ৪৫ বছরের ব্যক্তির। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। এর ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। জানিয়েছে গুজরাতের স্বাস্থ্য দফতর।
করোনার বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছে যুবসমাজ, টুইট মোদীর
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী : করোনাভাইরাসের বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছে যুবসমাজ।
ইরান থেকে দেশে ফিরলেন আরও ২৭৫ ভারতীয়
ইরান থেকে দেশে ফিরলেন ২৭৫ জন ভারতীয়। তাঁদের যোধপুরে ভারতীয় সেনার ওয়েলনেস সেন্টারে রাখা হচ্ছে। এর আগে, ইরান থেকে আরও ২৭৭ জন ভারতীয়কে দেশে আনা হয়েছিল।
যাত্রা ইতিহাস গোপন, সংস্থার MD-এর বিরুদ্ধে দায়ের FIR
নিজের যাত্রা ইতিহাস লুকোনোর জন্য একটি সংস্থা ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। তাঁর সংস্থার ১৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। জানালেন গৌতম বুদ্ধ নগরের চিফ মেডিক্য়াল অফিসার অনুরাগ ভার্গব।
দেশে আক্রান্ত ১০০০-এর কাছে
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, শনিবার বিকেল ৫ টা ৪৫ মিনিট পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৮। সুস্থ হয়ে উঠেছেন ৭৯ জন। একজন অন্যত্র চলে গিয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯।
'মন কি বাত'-এ করোনা আলোচনা মোদীর
আজ সকাল ১১টায় 'মন কি বাত'-এ করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।