সম্প্রতি পাঁচ রাজ্যের ভোটে বড় বিপর্যয়ের মুখে পড়েছিল কংগ্রেস। পঞ্জাবে আপের ধাক্কায় এবার কুপোকাত হয়েছে কংগ্রস। তারপরেও সেই আপের হাত ধরতে যে আপত্তি নেই তারই ইঙ্গিত দিলেন কংগ্রেস নেতা। এদিকে পাঁচ রাজ্যে একেবারে ভরাডুবি। তার রেশ কাটেনি এখনও। সামনেই ২০২৪এর লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। আর তার মধ্যেই বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের গেম প্ল্যানের ইঙ্গিত দিলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম।
একটি সর্বভারতীয় টিভি চ্যানেলের সাক্ষাৎকারে প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, সমস্ত দলকেই সমঝোতা করে চলতে হয়। এটা অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। তামিলনাড়ুতে আমাদের লড়াই ডিএমকের বিরুদ্ধে। বাংলায় আমাদের লড়াই তৃণমূলের সঙ্গে। পঞ্জাবে ও দিল্লিতে আমাদের লড়তে হচ্ছে আপের সঙ্গে। যদি রাজ্য়ে রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই হয় তবে তাদের হারানো সম্ভব। সব মিলিয়ে বিজেপিকে হারাতে তৃণমূল ও আপের সঙ্গে জোটে যে কংগ্রেসের আপত্তি নেই সেই ইঙ্গিত দিলেন প্রাক্তন অর্থমন্ত্রী।
তবে এই বিপর্যয়ের জন্য শুধু গান্ধী পরিবারকে দোষ দেওয়া যে উচিত নয় এটাও জানিয়ে দেন তিনি। রাজ্য়গুলিতে ব্লক কমিটি পুনরায় তৈরির কথাও জানিয়েছেন তিনি। তিনি বলেন, বহু ক্ষেত্রে আমাদের নেতৃত্ব তুলে আনতে হবে। যাদের রাজনীতির প্রতি প্যাসন আছে, যাদের ভোটে জেতার প্রতি প্যাসন আছে। দলে ফুল টাইম নেতা কর্মী দরকার বলেও মতামত দেন তিনি।