
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কংগ্রেস সাংসদ শশী থারুরকে নিয়ে হাত শিবির বেশ অস্বস্তিতে রয়েছে। তবে দল এখন শশীর বিরুদ্ধে কোনও কূটনৈতিক পথ অবলম্বন করেনি। শশী থারুরের কাজ নিয়ে কংগ্রেস হাইকমান্ড যেমন সন্তুষ্ট নয় তেমনই শশী থারুরও সম্প্রতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে অসন্তুষ্ট। ওই বৈঠকে নানা ধরনের অভিযোগ এবং পরামর্শ দিয়েছিলেন শশী থারুর। কিন্তু কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেসব নিয়ে তেমন কোনও গুরুত্ব দেয়নি বলে সূত্রের খবর। এমনকী থারুরের সঙ্গে বৈঠকে কোনও নম্রভাব দেখায়নি কংগ্রেস। যার ফলে এখন শশী থারুর বনাম রাহুল গান্ধীর সম্পর্ক চিড় খেয়েছে বলে মনে করা হচ্ছে।
এদিকে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শশী থারুর সরাসরি রাহুল গান্ধীকে জিজ্ঞাসা করেছেন, কংগ্রেস পার্টি তাঁর ভূমিকা কী হবে? দলের মধ্যে কোন ভূমিকা তাঁকে পালন করতে হবে সেটা নির্দিষ্ট করে জানাতেও বলেছেন শশী। কদিন আগে নয়াদিল্লির বুকে দু’পক্ষের বৈঠকে এমন প্রশ্নই রাহুলকে করেছিলেন শশী বলে সূত্রের খবর। তাঁকে পার্টিতে কোণঠাসা করে রাখা হচ্ছে বলেও অসন্তোষ প্রকাশ করেছিলেন রাহুলের সামনে। কিন্তু সেভাবে সাড়া না মেলায় রাহুলের সঙ্গে বৈঠকের পরও শশী অসন্তুষ্ট বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল কৃষ্ণনগর, কাউন্সিলরদের সঙ্গে চেয়ারম্যানের দ্বন্দ্ব
অন্যদিকে এআইসিসি থারুরের উপর ক্ষুব্ধ। কিন্তু কেন ক্ষুব্ধ দল? সূত্রের খবর, শশী থারুরের দলবিরোধী অবস্থান এই ক্ষোভের মূল কারণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে কংগ্রেসের যা অবস্থান শশীর অবস্থান তার বিপরীত। তা বাইরেও চলে এসেছে। তাতে দলের অস্বস্তি বেড়েছে। তার উপর সম্প্রতি কেরলের বাম সরকারের শিল্পের উন্নয়ন নিয়ে প্রশংসা করার জেরে ওখানে কংগ্রেস শিবিরে অস্বস্তি তৈরি হয়েছে। যদিও শশী থারুরের অনুভূতি, দলের অন্দরে তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তার উপর রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে তীব্র অসন্তোষ প্রকাশ করেন থারুর, তাঁকে অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেসের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে।
এছাড়া সংসদের বিতর্কেও তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে না। বরং তাঁকে কোণঠাসা করা হচ্ছে বলে অসন্তোষ প্রকাশ করেন শশী বৈঠকে। সংসদে তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে বলে রাহুলকে জানিয়েছে তিনি বলে সূত্রের খবর। তিরুঅনন্তপুরম থেকে সাংসদ হিসাবে বারবার জিতেছেন শশী থারুর। তারপরও রাহুল গান্ধী বিরোধী দলনেতা হওয়ায় তিনি সেটার প্রতিবাদ করেননি। সেখানে শশী থারুর জানতে চেয়েছিলেন রাহুল গান্ধীর কাছে, তাঁকে কি রাজ্য–রাজনীতিতে ফোকাস করতে হবে? সেটা যদি না হয় তাহলে তাঁর ভূমিকা কী হবে? রাহুল গান্ধী অবশ্য শশীর এইসব প্রশ্নের কোনও উত্তর দেয়নি। সুতরাং সব মিলিয়ে শশী থারুর ক্ষুব্ধ বলে সূত্রের খবর।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports