কোভিডের দুটি ভ্যাকসিন গ্রহণের মধ্যে সময়সীমার ফারাক নিয়ে নয়া নির্দেশ এল কেন্দ্রের তরফে। উল্লেখ্য, দেশে বাড়বাড়ন্ত কোভিডের মাঝে কেন্দ্র জানিয়েছে, ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রথমবার ভ্যাকসিন পর্বের ৬ মাস বাদেই নেওয়া যাবে। আগ এই সময়ের ফারাক ছিল ৯ মাস। ১৮ বছর বয়সের উর্ধ্বে সকলের ক্ষেত্রেই এই নিয়ম লাগু হচ্ছে দেশে।
কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে ‘ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ অন ইমিউনাইজেশন’ থেকে আসা পরামর্শের ভিত্তিতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ছাড়িয়েছে ভারতের করোনা আক্রান্তের সংখ্যা। বিভিন্ন রাজ্যে হু হু করে বাড়ছে কোভিজের দৈনিক আক্রান্তের অঙ্ক। এই পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যমন্ত্রক কার্যত নড়েচড়ে বসেছে। এদিকে একাধিক গবেষণা বলছে, কোভিডে একবার আক্রান্ত হওয়ার ৬ মাস বাদে ফের আক্রমণের সংখ্যাও বাড়ছে। কবে কোভিডের হানার তীব্রতা কমে গিয়েছে। 'মোদী নন, অউরাঙ্গজেব দায়ী!', মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব নিয়ে খোঁচা ওয়াইসির
প্রসঙ্গত এই নয়া বিধি অনুসারে, কোউইনেরও কয়েকটি বিষয় বদল করা হবে। তেমনই নির্দেশ দিয়েছে কেন্দ্র। ভারতে ইতিমধ্যেই ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৯৮.২০ কোটি জনতাকে। এদিকে, তার পরও হু হু করে বেড়ে যাচ্ছে কোভিডে আক্রান্তের সংখ্যা। যেভাবে ২০২১ সালের শুরুতে কোভিড তার ভয়াবহ দংশন নিয়ে দ্বিতীয় স্রোতে হানা দিয়েছে, তাতে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। ক্রমাগত মৃত্যুমিছিল দেখে দেশ। এই অবস্থায় কেন্দ্রের তরফে এসেছে এই বার্তা।