বাজেটে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ক্ষেত্রের জন্যে একাধিক ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ কেন্দ্রীয় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী জানান, MSME সংস্থাগুলির ঋণ নেওয়া আরও সহজ হবে। ক্ষুদ্র উদ্যোগের জন্য কাস্টমাইজড ক্রেডিট কার্ড চালু করা হবে। MSME সংস্থাগুলির জন্য ক্রেডিট গ্যারান্টি কভার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। এদিকে নতুন উদ্যোগগুলির জন্যে নতুন ‘স্টার্টআপ তহবিলে’ আরও টাকা ঢালা হবে। এই তহবিলে আগেই সরকার ১০ হাজার কোটি দিয়েছিল। এতে আরও ১০ হাজার কোটি যোগ করা হবে। ৫ লক্ষ মহিলা, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের মধ্যে যাঁরা প্রথমবারের মতো উদ্যোক্তা হয়েছে, তাঁদের জন্য নতুন প্রকল্প চালু করা হবে। (আরও পড়ুন: বাজেটে বিহারকে একের পর এক উপহার, নয়া আয়কর বিলের ঘোষণা নির্মলার)
আরও পড়ুন: ঋণের সীমা বাড়ল কিসান ক্রেডিটে, ১.৭ কোটি কৃষকের জন্যে প্রকল্পের ঘোষণা বাজেটে
আরও পড়ুন: Sensex LIVE: বাজেট ভাষণ যত এগোল, সেনসেক্স ততই নামল
এদিকে বাজেট পেশের সময় নির্মলা সীতারামন আজ বলেন, কেন্দ্রীয় বাজেট ২০২৫-এর দ্বিতীয় ইঞ্জিন হল MSME... বর্তমানে এক কোটিরও বেশি নিবন্ধিত MSME আছে দেশে। এগুলি আমাদের উৎপাদনের ৩৭ শতাংশে অবদান রাখে। ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসাবে স্থাপন করতে একত্রিত হয়েছে এই MSMEগুলি। আমাদের রপ্তানির ৪৫ শতাংশের জন্য দায়ী এরাই। তাদের সাহায্য করার জন্য সমস্ত MSME-এর শ্রেণীবিভাগের জন্য বিনিয়োগ এবং টার্নওভারের সীমা যথাক্রমে আড়াই এবং দুই গুণে উন্নীত করা হবে। এটি তাদের বৃদ্ধি এবং আমাদের যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে আত্মবিশ্বাস দেবে। (আরও পড়ুন: 'সময়োপযোগী পরামর্শ CEA-র...', বাজেটের আগে নির্মলাকে 'ধন্যবাদ' চিদাম্বরমের)
আরও পড়ুন: পুরনো সস্তার প্ল্যান ফের চালু করল জিও, ২০০ টাকার বেশ খানিকটা কমে মিলবে ইন্টারনেট
এর আগে আজ নিজের বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বেস সব বড় অর্থনীতিগুলির মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল আমাদের অর্থনীতি। গত ১০ বছরে আমাদের উন্নয়নের ট্র্যাক রেকর্ড এবং কাঠামোগত সংস্কার বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। ভারতের সামর্থ্য এবং সম্ভাবনার প্রতি আস্থা এই সময়ের মধ্যেই বেড়েছে। আমরা পরবর্তী ৫ বছরকে ‘সবকা বিকাশ’ উপলব্ধি করার একটি অনন্য সুযোগ হিসেবে দেখছি। সমস্ত অঞ্চলের সুষম বৃদ্ধিকে হবে এই সময়কালে।’ (আরও পড়ুন: টাকার দাম কমেছে ২.৯%, তাও কানাডার মতো দেশকে 'হারিয়েছে' ভারত: রিপোর্ট)
আরও পড়ুন: মুম্বই হামলার চক্রী তাহাউর রানাকে দ্রুত ভারতে আনতে কথা চলছে আমেরিকার সাথে: MEA
এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, দেশের কৃষকদের উন্নয়নে ও আত্মনির্ভরতা বাড়াতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের জন্য স্বল্প মেয়াদী ঋণ প্রকল্প হল কিসান ক্রেডিট কার্ড। দেশের ৭.৭ কোটি কৃষক ও মৎসজীবী এই স্কিমে উপকৃত বলেই জানান অর্থমন্ত্রী। কিসান ক্রেডিট কার্ডে ঋণের সীমা বা লোন লিমিট ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল। এরই সঙ্গে আজ বাজেটে বিহারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি প্রতিষ্ঠা করার ঘোষণা অর্থমন্ত্রীর। এদিকে নির্মলা ঘোষণা করেন, মাখানা বোর্ড প্রতিষ্ঠিত হবে বিহারে। বোর্ড মাখানা চাষীদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করবে।