Union Budget 2025 in Bengali: আজ লাগাতার অষ্টমবারের মতো বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ অর্থন্ত্রীর বাজেট বক্তৃতায় বিহার নিয়ে বেশ কিছু ঘোষণা উঠে আসে। এদিকে আয়কর নিয়ে বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী। জানিয়ে দেন, এবার থেকে ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। এছাড়া কৃষি ক্ষেত্র থেকে মাঝারি ও ক্ষুদ্র শিল্প নিয়েও বড় ঘোষণা করেন তিনি।
১ কোটি মানুষকে আর আয়কর দিতে হবে না: অর্থমন্ত্রী
১২ লাখ পর্যন্ত আয়ে আয়কর না দেওয়ার ঘোষণা প্রসঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, ‘আরও এক কোটি মানুষ আয়কর দেবেন না।’
মূলধন ব্যয়ে সরকারি ব্যয় কমানো হয়নি: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী বলেন, ‘মূলধন ব্যয়ে সরকারি ব্যয় কমানো হয়নি। যে সরকারি মূলধনী ব্যয় আমাদেরকে টিকিয়ে রেখেছে, তার গুণক প্রভাবের উপর আমরা জোর দিয়ে যাচ্ছি। আমরা এটি চালিয়ে যাচ্ছি, এবং এই সবের সাথে আমাদের আর্থিক বিচক্ষণতা বজায় রাখা হয়েছে।’
‘মানুষের ডাকে সাড়া দিয়েছি’, বললেন নির্মলা
সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বললেন, ‘আমি একটা জিনিস অবশ্যই হাইলাইট করতে চাই, তা হল জনগণের ডাকে সাড়া দিয়েছি আমরা। এর জন্যেই প্রধানমন্ত্রী মোদী এবং তাঁর প্রশাসনে পরিচিত। এটি একটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল সরকার এবং ফলস্বরূপ, আমি জুলাই মাসে যে আয়কর সরলীকরণের ঘোষণা দিয়েছিলাম, ইতিমধ্যেই তার কাজ শেষ হয়েছে। আমরা আগামী সপ্তাহে বিল আনব... তাই যদি আমরা ট্যাক্সসহ অন্য কোনও সংস্কারের কথা বলে থাকি, তাহলে সেই কাজ করা হয়। এই বাজেটে যৌক্তিকতা ও রীতিনীতির কথাও বলা হয়েছে। শুল্ক কমানো হচ্ছে, শুল্ক সহজ করা হচ্ছে।’
‘এই সরকার ভাবনার দেউলিয়া’ বাজেট নিয়ে তোপ রাহুল গান্ধীর
বাজেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লেখেন, ‘গুলির আঘাতে ব্যান্ড এইড! বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে আমাদের অর্থনৈতিক সংকটের দীর্ঘমেয়াদী সমাধান খোঁজা উচিত। কিন্তু এই সরকার ভাবনার দেউলিয়া।’
বাজেট নিয়ে কী বললেন মোদী?
বাজেট নিয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘প্রত্যেক ভারতীয়ের স্বপ্নপূরণ করছে এই বাজেট। ১৪০ কোটি ভারতীয়দের আকাঙ্খা ফুটে উঠছে এই বাজেটের মধ্যে দিয়ে। এটা মানুষের বাজেট। যুবপ্রজন্মের জন্য অনেক ক্ষেত্র খুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাঁরা 'বিকশিত ভারত'-র স্বপ্নকে এগিয়ে যাবেন। সীতারামন যে বাজেট পেশ করেছেন, তাতে মানুষের সঞ্চয় বৃদ্ধি পাবে। বাড়বে বিনিয়োগ। আরও বেশি টাকা খরচ করবেন মানুষ। আর্থিক বৃদ্ধির হার আরও বাড়বে। এবার যে বাজেট তৈরি করা হয়েছে, তাতে সাধারণ মানুষের পকেট ভরবে। সরকারের কোষাগার ভরতি করার জন্য বাজেট তৈরি করা হয়নি। মানুষের সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে মজবুত ভিত্তিপ্রস্তব স্থাপন করল এবারের বাজেট। আর মানুষকে উন্নয়নের ক্ষেত্রে সঙ্গী করে তুলবে।’
ই-শ্রম পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন ১ কোটি অস্থায়ী কর্মী
আজ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন, এক কোটি অস্থায়ী কর্মচারীর জন্য পরিচয়পত্রের বন্দোবস্ত করা হবে। তাঁরা ই-শ্রম পোর্টালেও নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
Budget LIVE: ১২ লাখ পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও আয়কর
১২ লাখ পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও আয়কর, বাজেটে ঘোষণা নির্মলা সীতারামনের। এর আগে তিনি জানিয়েছিলেন, আগামী সপ্তাহে নয়া আয়কর বিল পেশ করবেন। ঘোষণা করলেন নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন, মধ্যবিত্তদের দিকে তাকিয়ে আয়কর সংস্কার করা হয়েছে। টিসিএস ও টিডিএস সহজতর করার উপর জোর দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় বাজেট ২০২৫ লাইভ: নয়া আয়কর বিল পেশ করার ঘোষণা নির্মলার
আগামী সপ্তাহে নয়া আয়কর বিল পেশ করবেন। ঘোষণা করলেন নির্মলা সীতারামন। এই আবহে আয়কর কাঠামোয় কী বদল আসবে, সেদিকে নজর সবার।
Budget 2025 Live speech in Bengali: স্টার্টআপ তহবিলে আরও ১০ হাজার কোটি টাকা
নতুন উদ্যোগগুলির জন্যে নতুন ‘স্টার্টআপ তহবিলে’ আরও টাকা ঢালা হবে। এই তহবিলে আগেই সরকার ১০ হাজার কোটি দিয়েছিল। এতে আরও ১০ হাজার কোটি যোগ করা হবে। ৫ লক্ষ মহিলা, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের মধ্যে যাঁরা প্রথমবারের মতো উদ্যোক্তা হয়েছে, তাঁদের জন্য নতুন প্রকল্প চালু করা হবে।
কেন্দ্রীয় বাজেট ২০২৫ লাইভ: বিহারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি প্রতিষ্ঠা করার ঘোষণা অর্থমন্ত্রীর
কেন্দ্রীয় বাজেটে বিহারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি প্রতিষ্ঠা করার ঘোষণা অর্থমন্ত্রীর। তিনি বলেন, ‘আমরা বিহারে একটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি প্রতিষ্ঠা করব, যা পূর্ব ভারতে খাদ্য প্রক্রিয়াকরণকে বাড়িয়ে তুলবে। এতে তরুণদের কর্মসংস্থান হবে।’
কেন্দ্রীয় বাজেট ২০২৫ লাইভ: ইন্ডিয়া পোস্টকে বড় পাবলিক লজিস্টিক সংস্থায় রূপান্তরিত করা হবে
ইন্ডিয়া পোস্ট একটি বড় পাবলিক লজিস্টিক সংস্থায় রূপান্তরিত হবে, আজ সংসদে কেন্দ্রীয় বাজেট বক্তৃতার সময় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
কেন্দ্রীয় বাজেট ২০২৫ লাইভ: ক্ষুদ্র উদ্যোগের জন্য কাস্টমাইজড ক্রেডিট কার্ড চালু করা হবে
অর্থমন্ত্রী জানান, MSME সংস্থাগুলির ঋণ নেওয়া আরও সহজ হবে। ক্ষুদ্র উদ্যোগের জন্য কাস্টমাইজড ক্রেডিট কার্ড চালু করা হবে। MSME সংস্থাগুলির জন্য ক্রেডিট গ্যারান্টি কভার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে।
কেন্দ্রীয় বাজেট ২০২৫ লাইভ: MSME নিয়ে কী কী বললেন নির্মলা?
নির্মলা সীতারামন বলেন, কেন্দ্রীয় বাজেট ২০২৫-এর দ্বিতীয় ইঞ্জিন হল MSME... বর্তমানে এক কোটিরও বেশি নিবন্ধিত MSME আছে দেশে। এগুলি আমাদের উৎপাদনের ৩৭ শতাংশে অবদান রাখে। ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসাবে স্থাপন করতে একত্রিত হয়েছে এই MSMEগুলি। আমাদের রপ্তানির ৪৫ শতাংশের জন্য দায়ী এরাই। তাদের সাহায্য করার জন্য সমস্ত MSME-এর শ্রেণীবিভাগের জন্য বিনিয়োগ এবং টার্নওভারের সীমা যথাক্রমে আড়াই এবং দুই গুণে উন্নীত করা হবে। এটি তাদের বৃদ্ধি এবং আমাদের যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে আত্মবিশ্বাস দেবে।
Union Budget 2025 in Bengali LIVE: ১.৭ কোটি কৃষকের জন্যে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, বিহারে হবে মাখানা বোর্ড
কৃষি হল কেন্দ্রীয় বাজেট ২০২৫-এর প্রথম ইঞ্জিন। সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন: ‘কম উৎপাদনশীল ১০০টি জেলাকে কভার করবে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। এটি কৃষি উৎপাদনশীলতা বাড়াবে এবং পঞ্চায়েত স্তরে সঞ্চয়স্থান বাড়াবে। এই প্রোগ্রামটি ১.৭ কোটি কৃষককে কভার করবে। রাজ্যগুলির সাথে এই কর্মসূচি চালু করা হবে। এটির লক্ষ্য প্রচুর সুযোগ বৃদ্ধি করা… আমাদের সরকার ডালের ক্ষেত্রে একটি প্রোগ্রাম চালু করবে। উড়দ, তুয়ার এবং মসুর ডালের ওপর কেন্দ্র করে এই প্রোগ্রাম চালানো হবে। বিহারে একটি বিশেষ সুযোগ রয়েছে। সেই রাজ্যে মাখানা বোর্ড প্রতিষ্ঠিত হবে। বোর্ড মাখানা চাষীদের প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করবে।’ এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, দেশের কৃষকদের উন্নয়নে ও আত্মনির্ভরতা বাড়াতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকদের জন্য স্বল্প মেয়াদী ঋণ প্রকল্প হল কিসান ক্রেডিট কার্ড। দেশের ৭.৭ কোটি কৃষক ও মৎসজীবী এই স্কিমে উপকৃত বলেই জানান অর্থমন্ত্রী। কিসান ক্রেডিট কার্ডে ঋণের সীমা বা লোন লিমিট ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হল।
Union Budget 2025 in Bengali LIVE: কৃষি, উৎপাদন, কর্মসংস্থান, MSME-র ওপর ফোকাস
কেন্দ্রীয় বাজেটে সরকার ১০টি বিস্তৃত ক্ষেত্রে ফোকাস করার প্রতিশ্রুতি দিয়েছে – কৃষি, উৎপাদন, কর্মসংস্থান, MSME, গ্রামীণ অঞ্চলের উন্নতি এবং উদ্ভাবন।
Union Budget 2025 in Bengali LIVE: 'সবচেয়ে দ্রুত বর্ধনশীল আমাদের অর্থনীতি'
নিজের বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বেস সব বড় অর্থনীতিগুলির মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল আমাদের অর্থনীতি। গত ১০ বছরে আমাদের উন্নয়নের ট্র্যাক রেকর্ড এবং কাঠামোগত সংস্কার বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। ভারতের সামর্থ্য এবং সম্ভাবনার প্রতি আস্থা এই সময়ের মধ্যেই বেড়েছে। আমরা পরবর্তী ৫ বছরকে ‘সবকা বিকাশ’ উপলব্ধি করার একটি অনন্য সুযোগ হিসেবে দেখছি। সমস্ত অঞ্চলের সুষম বৃদ্ধিকে হবে এই সময়কালে।’
কেন্দ্রীয় বাজেট ২০২৫ লাইভ: ‘দরিদ্র, যুব সমাজ, কৃষক এবং মহিলাদের…’ বাজেট পেশ নির্মলার
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ‘এই বাজেট প্রস্তাবিত উন্নয়ন ব্যবস্থা ১০টি বিস্তৃত ক্ষেত্রে ছড়িয়ে থাকবে। দরিদ্র, যুব সমাজ, কৃষক এবং মহিলাদের উপর দৃষ্টি নিবদ্ধ করবে এই বাজেট।’
কেন্দ্রীয় বাজেট ২০২৫ লাইভ: হট্টগোলের মধ্যে কেন্দ্রীয় বাজেট বক্তৃতা শুরু নির্মলার
কেন্দ্রীয় বাজেট পেশ করতে শুরু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে লোকসভায় তিনি বাজেট বক্তৃতা রাখার সময় তুমুল হট্টগোল জুড়ে দেন বিরোধী সাংসদরা। তার মধ্যেই বাজেট বক্তৃতা করতে থাকলে নির্মলা।
কেন্দ্রীয় বাজেট ২০২৫ লাইভ: ক্যাবিনেটে অনুমোদিত কেন্দ্রীয় বাজেট
বাজেট বক্তৃতার আগে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বসে কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠক। কিছুক্ষণ আগে সেই বৈঠকে কেন্দ্রীয় বাজেটকে অনুমোদন দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় বাজেট ২০২৫ লাইভ: বাজেটের চেয়েও গুরুত্বপূর্ণ কুম্ভ, দাবি অখিলেশের
সমাজবাদী পার্টির প্রধান এবং পার্টির সাংসদ অখিলেশ যাদব বলেছেন, ‘এই মুহূর্তে কেন্দ্রীয় বাজেটের চেয়েও গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে - তা হল মহাকুম্ভে লোকেরা এখনও তাদের আত্মীয়দের সন্ধান করছে এবং খুঁজছে। মুখ্যমন্ত্রী বহুবার সেখানে গিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে গিয়েছেন, উপরাষ্ট্রপতি আজ যাচ্ছেন এবং প্রধানমন্ত্রীও সেখানে যাবেন। মহাকুম্ভে অনেক লোক মারা গেছে এবং সরকার মৃত এবং নিখোঁজদের সংখ্যা দিতে ব্যর্থ হয়েছে... হিন্দুরা তাদের প্রাণ হারিয়েছে। সরকারকে জেগে উঠতে হবে - আমি আগেও বলেছিলাম সেখানে সেনাবাহিনীকে ডাকতে…’
Union Budget 2025 in Bengali LIVE: ‘দরিদ্র, যুব সমাজ, মহিলাদের জন্যে কেন্দ্রীয় বাজেটে অনেক কিছু থাকবে’
বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখনও পর্যন্ত যে সমস্ত বাজেট পেশ করা হয়েছে তা উন্নয়নের নতুন উচ্চতা ছুঁতে সাহায্য করেছে। আমি নিশ্চিত যে আজও দরিদ্র, যুব সমাজ, মহিলা এবং শিল্পের জন্য অনেক কিছু হবে।’
Union Budget 2025 in Bengali LIVE: কেন্দ্রীয় বাজেট পেশ করতে সংসদে পৌঁছলেন নির্মলা
কেন্দ্রীয় বাজেট লাইভ: রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে দেখা করার পরে সংসদে পৌঁছেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শীঘ্রই লোকসভায় তিনি কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন।
কেন্দ্রীয় বাজেট ২০২৫ লাইভ: বাজেট নিয়ে প্রত্যাশা নেই, বললেন প্রিয়াঙ্কার স্বামী
ব্যবসায়ী তথা কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা বলেছেন, ‘সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা খুবই কম। আমি চাই নির্মলা সীতারামন জনগণের মধ্যে থাকুন, মানুষের কথা শুনুক… দীর্ঘকাল ধরে মুদ্রাস্ফীতি হল সবচেয়ে বড় সমস্যা এবং মানুষ অনেক কষ্টে আছে, বেকারত্ব আছে…’
কেন্দ্রীয় বাজেট ২০২৫ লাইভ: নির্মলার শাড়িতে মিলবে বাজেট ইঙ্গিত?
সোনালি পাড় ক্রিম রঙের শাড়ি পরে এবারের বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন। শাড়িতে মধুবনি আর্টের নিদর্শন আছে। এমনিতে কথিত আছে, কোনও বছর বড় কোনও রাজ্যে নির্বাচন থাকলে সেই রাজ্যের 'মন জয়' করতে বাজেটে সেই রাজ্যের জন্যে মন খুলে বরাদ্দ করেন নির্মলা। এবং সেই রাজ্যের শিল্পশৈলীকে তুলে ধরেন বাজেট বক্তৃতার শাড়িতেই।
Union Budget 2025 in Bengali: ট্যাব হাতে পোজ নির্মলা সীতারামনের
লাল রঙের কভারে থাকা ট্যাব হাতে ‘বাজেট পোজ’ দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন বাজেট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অর্থ মন্ত্রকের আধিকারিকরা।
Union Budget LIVE in Bengal: ট্রাকে করে সংসদে আনা হল বাজেট নথি
কেন্দ্রীয় বাজেট নথির কপি সংসদে আনা হল ট্রাকে করে। আজ অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামন লোকসভায় নিজের অষ্টম কেন্দ্রীয় বাজেট পেশ করবেন।
Union Budget 2025 in Bengali: কেন্দ্রীয় বাজেটের আগে বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্স
বাজেটের আগেই সেনসেক্স ছুটল ঊর্ধ্বমুখে। ৯টা ১৫ মিনিটে বাজার খুলতেই কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় ৩০০ পয়েন্ট ওপরে উঠেছিল সেনসেক্স। এদিকে ব্যাঙ্ক নিফটিও প্রায় ১০০ পয়েন্ট উঠে গিয়েছিল কয়েক সেকেন্ডেই। তবে ১ মিনিট যেতে না যেতেই ব্যাঙ্ক নিফটি লাল রেখায় নেমে আসে। এগিকে সেনসেক্সের বৃদ্ধিও নেমে আসে ১০০ পয়েন্টের নীচে।
Union Budget 2025 in Bengali Update: ভারতের সবচেয়ে লম্বা কেন্দ্রীয় বাজেট ভাষণ..
এর আগে ২০২০ সালে সবচেয়ে লম্বা কেন্দ্রীয় বাজেট ভাষণ রেখেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেবারে তাঁর ভাষণ ছিল ২ ঘণ্টা ৪২ মিনিটের। এদিকে শব্দের নিরিখে ভারতের সবচেয়ে দীর্ঘ বাজেট নথি তৈরি করেছিলেন ডঃ মনমোহন সিং। ১৯৯১ সালে। সেই কেন্দ্রীয় বাজেট নথি ছিল ১৮ হাজার ৬৭০ শব্দের।
কেন্দ্রীয় বাজেট ২০২৫ লাইভ: চলতি অর্থবর্ষে কতটা দাম কমেছে ভারতীয় টাকার?
কেন্দ্রীয় বাজেট পেশের আগে গতকাল প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়, ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম তিন ত্রৈমাসিক বা ৯ মাসেই ভারতীয় মুদ্রার দামে পতন ঘটেছে ২.৯ শতাংশ।
কেন্দ্রীয় বাজেট লাইভ: কেন্দ্রীয় বাজেটের আগে নির্মলাকে 'ধন্যবাদ' চিদাম্বরমের
কেন্দ্রীয় বাজেট পেশের আগে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দেওয়া চূড়ান্ত পরামর্শটি সবচেয়ে সময়োপযোগী এবং শক্তিশালী। তিনি বলেন, 'দেশে আস্থার ঘাটতি দূর করা অপরিহার্য এবং সরকারি সংস্থাগুলিকে এ বিষয়ে এজেন্ডা নির্ধারণ করতে হবে'। এই সরকার এবং তার অস্ত্রধারী সংস্থাগুলিকে কেউ বিশ্বাস করে না - না ব্যবসায়ী, না শিক্ষাবিদ, না পেশাদার, না কৃষক, না শ্রমিক, না শিক্ষক, না ছাত্র, না মধ্যবিত্ত, না গরিব। তবে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টাকে অভিনন্দন জনাব। এবং মুখ্য অর্থনৈতিক উপদেষ্টাকে তাঁর মনের কথা অকপটে বলতে দেওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাব।'
Union Budget 2025 in Bengali LIVE: বাজেটে সব রাজ্যের প্রতি ন্যায্য, স্বচ্ছ এবং নিরপেক্ষ নীতির আহ্বান সিদ্দারামাইয়ার
বাজেট প্রসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘কর্ণাটকের প্রতি কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি সর্বজনবিদিত। আমাদের ফেডারেল ব্যবস্থা শক্তিশালী থাকার জন্যেই কেন্দ্রের কাছে আবেদন করছি, তারা যেন অবশ্যই সমস্ত রাজ্যের প্রতি ন্যায্য, স্বচ্ছ এবং নিরপেক্ষ নীতি গ্রহণ করে।’
Union Budget 2025 in Bengali: সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ থাকবে বাজেটে?
নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের মতো দেশের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এই আবহে রফতানি ধাক্কা সামলাতে দেশের মূলধনী ব্যয় পরিকল্পনার আরও ভালো ভাবে বাস্তবায়নের পথে হাঁটতে পারে সরকার। বাজেট থেকে এমনই আশা বিশ্লেষক এবং বিশেষজ্ঞদের। তাঁরা এই বাজেট থেকে কাঠামোগত সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ আশা করছেন।
Union Budget LIVE in Bengal: মোদী ৩.০-র দ্বিতীয় পূর্ণ বাজেট আজ
উল্লেখ্য, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার গত চার বছরে সর্বনিম্নে নেমে এসেছে। এহেন প্রেক্ষাপটে তৃতীয় মেয়াদে মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট উপস্থাপন করা হবে আজ।
Budget LIVE Update: কেন্দ্রীয় বাজেট নিয়ে মধ্যবিত্তদের মনে আশার সঞ্চার…
এদিকে বাজেট অধিবেশন সূচনার আগে নিজের বক্তৃতায় গরিব ও মধ্যবিত্তের উন্নতির জন্য সম্পদের দেবী লক্ষ্মীকে আবাহন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপর থেকেই মধ্যবিত্তের প্রত্যাশা তুঙ্গে। মোদী বলেছিলেন, 'দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করি, দেশের গরিব ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ যেন তাঁর আশীর্বাদ পান।'
Union Budget 2025 in Bengali Update: খাদ্যপণ্যের মূল্যস্ফীতি প্রসঙ্গে কী বলছে অর্থনৈতিক সমীক্ষা?
এদিকে দেশে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘমেয়াদী মূল্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারতকে জলবায়ু-সহনশীল ফসল চাষে মননিবেশ করতে হবে। সমীক্ষায় জানানো হয়েছে, আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি যেমন ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টিপাত, বন্যা, খরা সবজির উৎপাদন এবং দামকে প্রভাবিত করেছে। সরবরাহ শৃঙ্খলে সাময়িক ব্যাঘাত ঘটায় সবজির দাম বৃদ্ধি পেয়েছে।
Budget LIVE Update: কাজের সময় নিয়ে কী বলছে অর্থনৈতিক সমীক্ষা?
সপ্তাহে ৬০ ঘণ্টার বেশি কাজ করলে শরীরের উপরে বিরূপ প্রভাব পড়তে পারে। বিভিন্ন গবেষণাপত্র উদ্ধৃত করে অর্থনৈতিক সমীক্ষায় এমনই জানানো হল। রিপোর্টে বলা হয়েছে, কাজের জন্য কেউ যদি নিজের ডেস্কে দীর্ঘক্ষণ সময় কাটান, তাহলে তা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয়। কেউ যদি দিনে ১২ ঘণ্টা বা তার বেশি সময় কাজ করেন, তাহলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। ধাক্কা লাগবে মানসিক স্বাস্থ্যে।
কেন্দ্রীয় বাজেট লাইভ: চলতি বছর সোনার দাম কমতে পারে
চলতি বছর সোনার দাম কমতে পারে। এমনই আশাপ্রকাশ করা হল অর্থনৈতিক সমীক্ষায়। শুক্রবার সংসদে পেশ হওয়া অর্থনৈতিক সমীক্ষায় জানানো হয়েছে, ২০২৪ সালের অক্টোবরে বিশ্বব্যাঙ্কের তরফে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে 'সোনার দাম কমবে বলে আশা করা হচ্ছে। আর রুপোর দাম বাড়বে বলে অনুমান করা হচ্ছে।' দাম কতটা বাড়তে পারে, কতটা কমতে পারে, তা অবশ্য জানানো হয়নি।
Union Budget 2025 in Bengali Update: কেন্দ্রীয় বাজেট পেশের রেকর্ড গড়বেন নির্মলা
আজ বাজেট পেশ হলে নির্মলা সীতারামন একমাত্র অর্থমন্ত্রী হবেন, যিনি টানা আটবার বাজেট পেশ করেছেন। অবশ্য এখনও সবচেয়ে বেশি সংখ্যক বাজেট পেশ করার রেকর্ডটি প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের নামে আছে। মোরারজি দেশাই বিভিন্ন সময়কালে ১০টি বাজেট পেশ করেছিলেন: ১৯৫৯-১৯৬৪ সালে অর্থমন্ত্রী থাকাকালীন ছয়টি বাজেট এবং ১৯৬৭-১৯৬৯ সালের মধ্যে চারটি বাজেট।
Union Budget 2025 in Bengali LIVE Update: দেশে নিম্নমুখী বেকারত্বের হার
অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, গত ৭ বছরে দেশে কমেছে বেকারত্বের হার। সার্ভেতে বলা হয়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষের জুলাই-জুন সময়কালে যেখানে দেশের বেকারত্বের হার ছিল ৬ শতাংশ, সেখানে ২০২৪-২৫ অর্থবর্ষের জুলাই-জুন সময়ে দেশের বেকারত্বের হার ছিল ৩.২ শতাংশ।
Budget LIVE Update: গোটা বিশ্বের অর্থনীতি এগোচ্ছে ধীর গতিতে
অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে সারা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৩.৩ শতাংশ। এই আবহে ২০২৪-২৫ সালে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৬.৪ শতাংশ। এটা গত একদশকের গড়ের সমান। নির্বাচনের পরে জুলাই-নভেম্বর সময়কালের মধ্যে দেশে মূলধনী ব্যয় বেড়েছে ৮.২ শতাংশ।
Union Budget 2025 in Bengali Update: ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৪
অর্থনৈতিক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৪ শতাংশ। ২০২৪ সালের এপ্রিল থেকে ডিসেম্বর সময়কালে তিনটি ত্রৈমাসিকে দেশে খুচরো মুদ্রাস্ফীতি কমে হয়েছিল ৪.৯ শতাংশ।
Union Budget 2025 in Bengali: ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হতে পারে ৬.৩-৬.৮%
গতকাল সংসদে পেশ করা হয়েছিল অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হতে পারে ৬.৩ থেকে ৬.৮ শতাংশ। অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবর্ষের ত্রৈমাসিক ভিত্তিক বিশ্লেষণ এবং জাতীয় আয়ের তথ্যের প্রবণতা বিশ্লেষণে দেখা গিয়েছে যে সমস্ত সেক্টর ভালো পারফর্ম করছে। দেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কোভিড পূর্ববর্তী পর্যায়ে পৌঁছেছে। এদিকে কৃষি ক্ষেত্রও ভালো পার্ফর্ম করছে।
Union Budget 2025 in Bengali: নির্মলার রেকর্ড অষ্টম কেন্দ্রীয় বাজেট আজ
আজ, শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর রেকর্ড অষ্টম কেন্দ্রীয় বাজেট পেশ করবেন সংসদে। বেতনভোগী শ্রেণির ওপর থেকে মুদ্রাস্ফীতির বোঝা কমাতে আয়করের হার/স্ল্যাবে একটি বড় বদল আশা করা হচ্ছে এই বাজেটে। আজ বাজেট পেশের আগে তাই গতকাল শেষবারের মত বাজেট নথি খতিয়ে দেখে নেন তিনি।
Budget LIVE: কেমন হবে বাজেট? অপেক্ষা আর কয়েক ঘণ্টার
আজ লাগাতার অষ্টমবারের মতো বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর আগেই গতকাল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে দেশের মধ্যবিত্তের আশা বাড়িয়ে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আবহে আয়কর হার বা স্ল্যাবে পরিবর্তনের আশা করা হচ্ছে। এছাড়া মূলধনী ব্যয় খাতে বরাদ্দ বাড়তে পারে বলেও আশা করা হচ্ছে। তবে এই সব আশা পূরণ হবে কি না, তা জানতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা বাকি।