
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রশান্ত কিশোরের হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগ। আ যোগদানের পরপরই দলের গুরুত্বপূর্ণ পদে বসানো হয় তাঁকে। তবে এহেন লুইজিনহো ফালেইরোর উপর কি মমতা বন্দ্যোপাধ্যায় চটেছেন? সম্প্রতি এই জল্পনাই উস্কে দিয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তবে অমিতের এহেন দাবিকে উড়িয়ে দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি।
গতকাল অমিত মালব্য একটি টুইট করে দাবি করেন, 'গোয়ায় তাঁর প্রথম সফর সম্পূর্ণ 'ফ্লপ শো' হওয়ার পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোর উপর এতটাই বিরক্ত যে তিনি গত কয়েকদিন ধরে তাঁর ফোন কল নিতে অস্বীকার করেছেন। ত্রিপুরায় টিএমসির অবস্থা আরও খারাপ।'
এহেন টুইটের জবাবে লুইজিনহো টুইট করে লেখেন, 'ভুয়ো খবরের বাহক আবারও হামলা শুরু করেছে! যখন অমিত মালব্য নিজে তাঁর সরকারের ফ্লপ করা উন্নয়ন এজেন্ডা নিয়ে কথা বলতে পারেন না, তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের কথা টেনে আনেন। মমতার গোয়া সফর হাজার হাজার গোয়াবাসীর জন্য বিজেপির অন্ধকার যুগের বিরুদ্ধে একটি নতুন ভোরের ইঙ্গিত দিয়েছে।'
উল্লেখ্য, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কয়েকদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো। গোয়ায় সংগঠন বাড়ানোর ক্ষেত্রে তাঁর উপরই ভরসা রাখছে তৃণমূল। এরই মাঝে গতমাসের শেষের দিকে গোয়া সফরে গিয়েছিলেন মমতা। সেই সময় টেনিস তারকা লিয়েন্ডার পেজ, অভিনেতা নাফিসা আখতারের মতো ব্যক্তিত্ব তৃণমূলের যোগ দেন। গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা বিজয় সরদেশাইয়ের সঙ্গে বৈঠক করেন মমতা। এই আবহে মমতা-লুইজিনহো সম্পর্ক নিয়ে জল্পনা উসকে দেন বিজেপির অমিত মালব্য। তবে সব জল্পনায় জল ঢালেন স্বয়ং লুইজিনহো।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports