
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কয়েকদিনেই সরকারের হাতে ৫ কোটি ডোজ কর্বেভ্যাক্স টিকা তুলে দেবে বায়োলজিকাল-ই। অর্ডার অনুযায়ী প্রথম ব্যাচে ভারত সরকারের হাতে পাঁচ কোটি কর্বেভ্যাক্স ডোজ তুলে দেবে হায়দরাবাদ ভিত্তিক টিকা প্রস্তুতকারী সংস্থাটি। আগামী সপ্তাহান্ত থেকেই এই টিকার সরবরাহ শুরু হচ্ছে। এই ডোজগুলি সম্ভবত অনূর্ধ্ব-১৮ বয়সের জন্য আলাদা রাখা হবে।
এর আগে ১৪ ফেব্রুয়ারি ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেলের বিশেষজ্ঞ কমিটি (সাবজেক্ট ম্যাটার কমিটি) ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য বায়োলজিকাল-ই-এর কোভিড ভ্যাকসিনের জরুরী ব্যবহারের অনুমোদনের সুপারিশ করে। জানা গিয়েছে, ১২ থেকে ১৮ বছর বয়সীদের উপর বায়োলজিকাল-ই-এর কোভিড ভ্যাকসিন কর্বেভ্যাক্স প্রয়োগ করা যাবে কিনা, সেই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেয়নি ড্রাগ কন্ট্রোলার জেনারেল। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ খতিয়ে দেখে তারা এই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
উল্লেখ্য, কর্বেভ্যাক্স হল সম্পূর্ণভাবে ভারতে তৈরি প্রথম কোভিড টিকা। কোভিড-১৯ রোধক আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন এটি। মোট ৩০ কোটি টিকার ডোজ অর্ডার করেছে কেন্দ্র। এর আগে গতবছরই সরকার হায়দরাবাদের সংস্থাকে টিকা কেনার জন্য ১৫০০ কোটি টাকা অ্যাডভান্স করেছিল। জানা গিয়েছে, ট্যাক্স ছাড়া মাত্র প্রতি ডোজ কর্বেভ্যাক্সের দাম হবে মাত্র ১৪৫ টাকা।
এর আগে ২০ জানুয়ারি ন্যাশনাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইমিউনাইজেশনের ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডঃ এনকে অরোরা জানিয়েছিলেন যে মার্চ মাসেই ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণ শুরু হবে। এই আবহে সরকারের হাতে বায়োলজিকাল-ই এর তৈরি এই টিকা চলে আসায় অনূর্ধ্ব ১৫ বছর বয়সীদের টিকাকরণ শীঘ্রই শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports