
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হরিয়ানার ভোট 'দঙ্গল' এর আগে, এবার কুস্তিগীর ভিনেশ ফোগত ও বজরং পুনিয়া যোগ দিলেন কংগ্রেসে। সামনেই রয়েছে হরিয়ানায় বিধানসভা ভোট। তার আগে, এই যোগদান পর্ব চলেছে। উল্লেখ্য, ভিনেশ ও বজরংরা একটা সময় কুস্তিগীর মহিলাদের ওপর চলা যৌন নির্যাতনের প্রতিবাদে নেমেছিলেন। অভিযুক্তের কাঠগড়ায় তথন ছিলেন বিজেপির নেতা ব্রিজভূষণ সিং, যিনি এককালে ছিলেন WFI প্রধান। বজরং, ভিনেশদের এই প্রতিবাদে সামিল ছিলেন কুস্তিগীর সাক্ষী মালিকও। এদিকে, আজ শুক্রবার ভিনেশদের কংগ্রেসে যোগদান নিয়ে মুখ খোলেন সাক্ষী।
সাক্ষী মালিক বলেছেন, এই যোগদান ঘিরে যেন প্রাক্তন রেস্টলিং ফ্রেডারেশন ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলাদের যে লড়াই চলছে, তার ভুল ব্যাখ্যা না হয়। ভিনেশদের কংগ্রেসে যোগদানের দিনে সাক্ষী মালিক বলেন, ‘এটা তাঁদের ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি বিশ্বাস করি, আমাদের আত্মত্যাগ করা দরকার। আমাদের যে মহিলাদের জন্য প্রতিবাদ তা নিয়ে যেন ভুল ধারণা তৈরি না হয়।’ সাক্ষী সাফ জানাচ্ছেন, ‘আমার দিক থেকে বলতে পারি যে, প্রতিবাদ জারি রয়েছে। আমি চিরকালই কুস্তির জন্য জিতেছি, এটার জন্য লড়েছি, আর সারা জীবন তাই করব। আমিও অফার পেয়েছিলাম, তবে আমি প্রতিবাদ চালিয়ে যেতে চাওয়াকেই বেছে নিয়েছি, যা আমি ভালো কারণের জন্য শুরু করেছিলাম, আর তা চালিয়ে যাব, যতক্ষণ না ফেডারেশন পরিচ্ছন্ন হচ্ছে। সেখানে মহিলাদের ওপর থেকে অত্যাচার বন্ধ হচ্ছে। আমার লড়াই চলবে। এই লড়াই খুবই সৎ আর এটা চলবে।’
এদিকে, কংগ্রেসে যোগ দেওয়ার আগে, ভারতীয় রেল থেকে ইস্তফা দিয়েছিলেন ভিনেশ। তখন থেকেই এই তাবড় অলিম্পিয়ান কুস্তিগীরকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শুক্রবার, দিল্লির ১০, রাজাজি মার্গে দুই কুস্তিগীর ভিনেশ ও বজরং পুনিয়া যোগ দেন কংগ্রেসে। এর আগে, গত ৪ সেপ্টেম্বর তাঁরা দুজনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। ভিনেশ বলেন,' আমি অত্যন্ত গর্ব বোধ করছি যে আমি এমন একটি দলে যোগদান করছি যেটি নারীর প্রতি অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। রাজপথ থেকে সংসদ পর্যন্ত লড়াইয়ের জন্য প্রস্তুত দলটি।' বজরং পুনিয়া বলেন,' আমরা মহিলাদের কণ্ঠস্বর উত্থাপন করার জন্য মূল্য চোকাচ্ছি কিন্তু এখন আমরা জানি যে বিজেপি মহিলাদের উপর অত্যাচারের পক্ষে দাঁড়িয়েছে এবং অন্য সব দল আমাদের সাথে দাঁড়িয়েছে।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports