
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গরুকে টিকা দিতে গিয়ে দুর্ঘটনা। ভুল করে শরীরে সূচ গেঁথে গেল মহিলা পশু স্বাস্থ্যকর্মীর। আর তার ফলেই পশু দেহের এক ভাইরাসের হদিশ মিলল তাঁর শরীরে।
ঘটনাটি বারুইপুর ব্লকের শিখরবালি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের। স্বাস্থ্যকর্মীর নাম ইলা মণ্ডল। গত ২৪ নভেম্বর শিখরবালি-২ পঞ্চায়েত এলাকায় একটি বাড়িতে চারটি গরুর টিকা দিতে গিয়েছিলেন তিনি। নতুন সিরিঞ্জ দিয়ে ওষুধ নিতে গিয়ে তাঁর বাম হাতের আঙ্গুলে সূচ ফুটে যায়।
এর ফলে ব্রুসেলোসিসে আক্রান্ত হন তিনি। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই মহিলাকে বারুইপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। এই জীবাণু সাধারণত পশুদের মধ্যে মেলে। তবে মহিলার রক্তেও এই জীবাণুর হদিশ মিলেছে।
আপাতত তাঁর কোনও উপসর্গ নেই। সুস্থই আছেন। এক নোডাল চিকিৎসকের অধীনে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports