'আজও ভারতকে মহাকাশ থেকে সবচেয়ে সুন্দর দেখায়।' মহাকাশ থেকে ভারতের সৌন্দর্যের কথা উল্লেখ করে আবেগঘন বার্তা দিলেন ভারতীয় নভোচর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পদার্পন করা প্রথম এবং মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয় নভোচর গ্রুপ ক্যাপ্টেন হিসেবে ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম জ্বলজ্বল করছে তাঁর। ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরেছেন তিনি। সম্প্রতি নিজের দেশ ভারতে পা রেখেছেন।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে অ্যাক্সিয়ম-৪ মিশনের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শুভাংশু শুক্লা। তিনি জানান, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাওয়া অভিজ্ঞতা তাঁর জীবনের অন্যতম এক অমূল্য সম্পদ।শুভাংশু বলেন, 'আমি প্রত্যেক দেশবাসীকে ধন্যবাদ জানাই। সবাই এমনভাবে এই মিশনকে নিজের করে নিয়েছিলেন যে, আমার সত্যিই মনে হয়েছিল এটি গোটা জাতির মিশন। এ শুধু আমার নয়, ভারতের মিশন।' তিনি আরও বলেন, 'ভারত আজও মহাকাশ থেকে সবচেয়ে সুন্দর দেখায়। জয় হিন্দ, জয় ভারত।' অ্যাক্সিয়ম-৪ মিশনের অংশ হিসেবে শুভাংশু শুক্লা দ্বিতীয় ভারতীয় নভোচারী হিসেবে মহাকাশযাত্রা করেছেন।তিনি ভারত সরকার, ইসরো এবং তার সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
ভারতীয় নভোচর বলেন, '...আপনি যতই প্রশিক্ষণ নিন না কেন, তারপরেও যখন আপনি রকেটে বসেন এবং ইঞ্জিনগুলি জ্বলে ওঠে তখন মনে হয় এটি সম্পূর্ণ ভিন্ন অনুভূতি। আমি কল্পনাও করিনি যে কেমন অনুভূতি হবে, এবং আমি আসলে প্রথম কয়েক সেকেন্ড রকেটের পিছনে দৌড়াচ্ছিলাম। এটি ধরতে আমার কিছুটা সময় লেগেছে। সেই মুহূর্ত থেকে আমরা যখন নেমে আসি, তখনও পর্যন্ত সেই অভিজ্ঞতা ছিল অবিশ্বাস্য। এটি এতটাই উত্তেজনাপূর্ণ এবং আশ্চর্যজনক ছিল যে আমি সত্যিই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শব্দ খুঁজে পাচ্ছি না, যাতে আপনারা আমার বক্তব্যের মাধ্যমে সেই অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।' এর আগে মহাকাশ থেকে শুভাংশু জানিয়েছিলেন, 'এখানে থাকতে পারা এক বিশাল সৌভাগ্যের বিষয়। যা কল্পনা করেছিলাম, বাস্তবে তা আরও অবাক করছে আমাকে। চারপাশের দৃশ্য তো অসাধারণ বটেই, কিন্তু তার থেকেও বেশি মুগ্ধ হয়েছি আমার সহযাত্রীদের আন্তরিকতা দেখে। এই ১৪ দিন বৈজ্ঞানিক গবেষণা চলবে, প্রযুক্তি পরীক্ষার এক চমৎকার অভিজ্ঞতা অর্জন করব আমরা।'
শুভাংশু শুক্লার মহাকাশ যাত্রা
গত ২৫ জুন ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশের দিকে যাত্রা শুরু করেছিলেন শুভাংশু শুক্লারা। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা বলেছিলেন, 'এটা একটা অসাধারণ যাত্রা। আমরা প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছি। আমার কাঁধে থাকে তিরঙ্গা আমাকে বলছে যে, আমি আপনাদের সকলের সঙ্গে আছি।' এরপর টানা ১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর, গত ১৫ জুলাই পৃথিবীর মাটিতে পা রাখেন শুভাংশু শুক্লারা। রবিবার শুভাংশু ফেরেন দেশে।দিল্লি বিমানবন্দরে জাতীয় পতাকা হাতে উপস্থিত সাধারণ মানুষের ভিড় যেন মুহূর্তে উৎসবে পরিণত হয়েছিল সেই দিন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর পরিবার, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও ইসরোর আধিকারিকরা।