প্রশান্ত ঝাঁ
ইউক্রেনের চারটি এলাকাকে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করেছে রাশিয়া। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ ইতিমধ্যেই রাশিয়ার এই আচরণের নিন্দা করেছে। তবে ভারতও রাশিয়ার এই পদক্ষেপে বিচলিত। কিন্তু আগের মতোই ভারত ভোটাভুটি থেকে বিরত থাকল রাষ্ট্রসংঘে।
এদিকে UNSC'তে এই সংক্রান্ত একটি বিতর্কসভায় রাষ্ট্রসংঘে ভারতের তরফে স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানিয়েছেন, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত গভীরভাবে বিচলিত। অন্যদিকে ভারত শেষ পর্যন্ত ভোটাভুটি থেকে বিরত ছিল।
সূত্রের খবর, দশটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে ভারত, চিন, ব্রাজিল, গ্যাবন ভোটদানে বিরত থাকল। কাউন্সিলের স্থায়ী সদস্য় রাশিয়া প্রস্তাবে ভেটো দিয়েছে। এদিকে আমেরিকা আগেই জানিয়ে দিয়েছিল সাধারণসভায় তারা বিষয়টি নিয়ে যাবে।
তবে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরাসরি ভারত কিছু জানায়নি। তবে দেশ যে এনিয়ে বিচলিত সেকথা উল্লেখ করা হয়েছে। সূত্রের খবর, রাশিয়া ইউক্রেনের মাটিতে সামরিক দিক থেকে কিছুটা ব্যাকফুটে যেতে শুরু করেছিল। তারপর আরও সামরিক মোতায়েন শুরু হয়ে যায়।