এক পাকিস্তানি মহিলার সঙ্গে বিয়ের কথা গোপন করায় এক জওয়ানকে বরখাস্ত করল কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)।
সিআরপিএফের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'গুরুতর উদ্বেগের বিষয় হল, সিআরপিএফের ৪১ ব্যাটালিয়নের সিটি/জিডি মুনির আহমেদকে এক পাকিস্তানি নাগরিকের সঙ্গে তাঁর বিয়ের কথা গোপন করা এবং ভিসার মেয়াদের বাইরে জেনেশুনে তাঁকে আশ্রয় দেওয়ার জন্য অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
‘তার কর্মকাণ্ড পরিষেবা আচরণের লঙ্ঘন এবং জাতীয় সুরক্ষার জন্য ক্ষতিকারক বলে প্রমাণিত হয়েছে,’ এই বিবৃতিতে বলা হয়েছে।
মুনির আহমেদকে স্পর্শকাতর জম্মু ও কাশ্মীর অঞ্চল থেকে ভোপালে স্থানান্তরিত করার একদিন পরেই সিআরপিএফের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
২০২৩ সালে পাকিস্তানের শিয়ালকোটের বাসিন্দা মিনাল খানকে বিয়ে করার জন্য সিআরপিএফের কাছে অনুমতি চেয়েছিলেন আহমেদ। তবে, বিভাগ তার অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে, আহমেদ ২০২৪ সালের ২৪ মে মিনালকে বিয়ে করেছিলেন, ভারত ও পাকিস্তানের আলেমদের দ্বারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়েছিল।