সন্ন্যাসী হতে চেয়েছিলেন কোটিপতি বাবার আদুরে ছেলে। সম্পত্তি প্রতিপত্তি তাঁর চোখে ছিল মায়া। আসল রত্ন খুঁজে নিয়েছিলেন আধ্যাত্মিকতায়। মনোনিবেশ করতে চেয়েছিলেন ঈশ্বরের সাধনায়। যেমন ভাবা তেমন কাজ। ৪১,০০০ কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে চলে যান ভেন আজান সিরিপানিও। বাবা টেলিকম শিল্পের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। বাবার বিশাল টেলিকম কোম্পানির ব্যবসা উত্তরাধিকার সূত্রে পেয়েও তা ছেড়ে দিয়ে বৌদ্ধ সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নেন সিরিপানিও।
আরও পড়ুন: (Unique offer: ট্রাম্পকে না পোষালে ইতালি চলে যেতে পারেন আমেরিকানরা, ১ ডলারে বাড়ি বিক্রি ইতালির এই গ্রামে)
ভেন আজান সিরিপানিও কে
মুখে সোনার চামচ নিয়ে জন্ম নেওয়া, ভেন আজান সিরিপানিও মালয়েশিয়ার তৃতীয় ধনী ব্যক্তি আনন্দ কৃষ্ণনের একমাত্র পুত্র। তাঁর মা, মমওয়াজারংসে সুপ্রিন্দা চক্রবানের, থাই রাজপরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে। তিনি তাঁর দুই বোনের সঙ্গে ব্রিটেনে বড় হয়েছেন। এছাড়াও আটটি ভিন্ন ভাষায় কথা বলতেও সক্ষম তিনি। এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ইংরেজিতে কথা বলতে জানেন। সম্ভবত তামিল এবং থাই ভাষাও জানেন। হাজারও গুণ থাকা সত্ত্বেও তিনি তাঁর বাবার উত্তরাধিকার ত্যাগ করেন এবং সন্ন্যাসী হিসাবে আধ্যাত্মিক জীবন গ্রহণ করেন।
কেন এই সিদ্ধান্ত নিলেন সিরিপানিও
আনন্দ কৃষ্ণান নিজে একজন ধর্মপ্রাণ বৌদ্ধ এবং জনহিতৈষী, যিনি অনেক চ্যারিটি কাজের সঙ্গেও যুক্ত। কিন্তু তাঁর ছেলে ১৮ বছর বয়সে বৌদ্ধ সন্ন্যাসী হওয়ার সাহসী সিদ্ধান্ত নেন। যদিও এত কম বয়সে তিনি কেন এই সিদ্ধান্ত নিয়েছিলেন, সে সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না।
তবে কথিত রয়েছে, ১৮ বছর বয়সে, ভেন আজান সিরিপানিও তাঁর মায়ের পরিবারের সঙ্গে দেখা করতে থাইল্যান্ডে আসেন। তখন শুধুমাত্র মজার ছলেই অল্প সময়ের জন্য সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। যাইহোক, এই অভিজ্ঞতা তাঁর জীবনকে বদলে দেয়। এখন সিরিপানিও ২০ বছরেরও বেশি সময় ধরে সন্ন্যাস জীবনযাপন করছেন। তিনি এখন একজন বড় সন্ন্যাসী এবং থাইল্যান্ড-মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত দতাও দম মঠের প্রধান।
আরও পড়ুন: (Constitution Day 2024: বিশ্বের সবচেয়ে বড় ও জটিল সংবিধান নাকি ভারতের সংবিধান! এর আর কী ‘গুণ’ আছে জানেন)
রেখে গিয়েছেন কোটি টাকার সম্পত্তি
সিরিপানিও, তাঁর পিতার বিশাল সম্পদের উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও, আধ্যাত্মিকতার এই পথ বেছে নিয়েছিলেন। টেলিকম শিল্প ছাড়াও, তাঁর বাবার তেল ও গ্যাস, স্যাটেলাইট, মিডিয়া এবং রিয়েল এস্টেটের মতো সেক্টরেও ব্যবসা রয়েছে বলে জানা যায়। তিনি এয়ারসেলেরও প্রাক্তন মালিক, যেটি একবার এমএস ধোনির নেতৃত্বে বিখ্যাত আইপিএল দল চেন্নাই সুপার কিংসকে স্পনসর করেছিল। সব মিলিয়ে সিরিপানিও ৪১,৫০০ টাকার সম্পত্তি ত্যাগ করে সন্ন্যাসী হয়েছেন।
প্রসঙ্গত, যদিও ভেন আজাহন সিরিপানিও একজন সন্ন্যাসী হিসেবে জীবনযাপন করেন, তিনি মাঝে মাঝে প্রয়োজন পড়লে তাঁর পুরানো জীবনধারায়ও ফিরে আসেন। বিলাসবহুলভাবেই তিনি বাবার সঙ্গে দেখা করতে যান। একবার ইতালিতেও বাবা কৃষ্ণনের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য একটি প্রাইভেট জেট বেছে নিয়েছিলেন সিরিপানিও।