এক মর্মান্তিক ঘটনা ঘিরে বাগিচা শহর বেঙ্গালুরুতে চাঞ্চল্য। শহরের এক বহুতল অ্যাপার্টমেন্টের চারতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলার। পেশায় বিমানসেবিকা অর্চনা ধিমানের এই মৃত্যু ঘিরে বহু প্রশ্ন উঠছে। ঘটনার পর গ্রেফতার করা হয়েছে তাঁর বয়ফ্রেন্ডকে।
উল্লেখ্য, ২৮ বছরের অর্চনার মৃত্যুতেত তাঁর বয়ফ্রেন্ড আদেশকে গ্রেফতার করেছে পুলিশ। আদেশের বিরুদ্ধে অর্চনাকে ধাক্কা দিয়ে চারতলা থেকে ফেলে খুনের অভিযোগ রয়েছে। বেঙ্গালুরুর কোরামঙ্গলার রেনুকা রেসিডেন্সিতে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। উল্লেখ্য, ওই অ্যাপার্টমেন্টেই থাকতেন অর্চনার বয়ফ্রেন্ড। এদিকে, হিমাচল প্রবেশের নিবাসী অর্চনার মৃত্যুতে তাঁর বাবা আদেশের বিরুদ্ধে দায়ের করেছেন অভিযোগ। অর্চনার বাবার দাবি, আদেশই তাঁর মেয়েকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে আদেশকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, আদেশকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি পুলিশকে জানান, শনিবার ওই অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে ছিলেন অর্চনা। তখনই সেখান থেকে পা পিছলে পড়ে যান তিনি। এরফলেই অর্চনার মৃত্যু হয় বলে দাবি করেছেন আদেশ। উল্লেখ্য, শহরের এক নামি প্রযুক্তি সংস্থায় কর্মরত আদেশ। আর অর্চনা পেশায় বিমাবসেবিকা। জানা যায়, দুবাইয়ের এক আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থায় কর্মরত ছিলেন অর্চনা। (আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক, পাহারায় বিশেষ ব্যবস্থা, বিধি একনজরে)