সম্প্রতি বোয়িং এবং এয়ারবাসের সঙ্গে এয়ার ইন্ডিয়ার চুক্তি হয়েছে। তার ঠিক পরপরই অ্যাভিয়েশন ক্ষেত্রে আরও এক নতুন ঘোষণা। এবার চমক দিল IndiGo এয়ারলাইন্স। সংস্থা জানিয়েছে, তুরস্ক০সহ আরও বেশ কিছু ইউরোপের দেশে পরিষেবা শুরু করতে চলেছে। এর জন্য একটি সম্প্রসারণ পরিকল্পনাও ছকে ফেলেছে সংস্থা। ইন্ডিগোর আন্তর্জাতিক সেলসের প্রধান বিনয় মালহোত্রা জানিয়েছেন, এর জন্য টার্কিস এয়ারলাইন্সের সঙ্গে তারা হাত মিলিয়েছে। সেটি কাজে লাগিয়েই তুরস্ক এবং ইউরোপের বিভিন্ন স্থানে ব্যবসা বাড়ানো হবে।
তবে শুধু পরিষেবা বাড়ালেই তো হবে না। বিমানও চাই! এই বিষয়টি মাথায় রেখেই বিশাল অঙ্কের বিনিয়োগও করতে চলেছে ইন্ডিগো। ৫০০টি নতুন বিমানের অর্ডার দিয়েছে সংস্থা। এয়ার ইন্ডিয়ার বিরাট অঙ্কের চুক্তির পরপরই ভারতের উড়ান পরিষেবার ক্ষেত্রে এটি আরও বড় একটি চমক বলা যেতে পারে। এয়ার ইন্ডিয়ার এই ঐতিহাসিক বিমান কেনার বিষয়ে জানতে চান? ক্লিক করুন এই লিঙ্কে: Air India-কে ঢেলে সাজাচ্ছে Tata, ৫০০ বিমান কিনতে ৮ লক্ষ কোটি টাকার চুক্তি!
ইন্ডিগো বর্তমানে দিনে প্রায় ১,৮০০টি উড়ান চালায়। এর বেশিরভাগই ভারতের মধ্যে। মাত্র ১০%-ই আন্তর্জাতিক রুটে চালায় ইন্ডিগো। ইন্ডিগোর এক কর্তা জানিয়েছেন, 'আমরা তুরস্ক এবং ইস্তাম্বুলেই সবচেয়ে দূরপাল্লার যাত্রা করি। তবে আরও দূরের ফ্লাইটের বিষয়ে আমরা আগ্রহী ছিলাম। সেই কারণেই টার্কিস এয়ারলাইন্সের সঙ্গে পার্টনারশিপ করা।' তিনি আরও জানান, অদূর ভবিষ্যতে IndiGo দু'টি নতুন গন্তব্য - নাইরোবি এবং জাকার্তায় পরিষেবা চালু করতে চলেছে।
এয়ারবাস এবং বোয়িং- এই দুই সংস্থার থেকেই এই ৫০০টি বিমান কেনা হবে। এর মাধ্যমেই ইউরোপের ২৭টি স্থানে পৌঁছে যাবে ইন্ডিগো। তালিকায় ব্রিটেন, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, সুইজারল্যান্ডের মতো বেশ কিছু দেশ রয়েছে। এর জন্য, ইন্ডিগো টার্কিস এয়ারলাইন্সের সঙ্গে একটি কোডশেয়ার পার্টনারশিপ করেছে। এর মাধ্যমে প্রথমে ভারত থেকে ইস্তাম্বুল এবং তারপর সেখান থেকে ইউরোপের উড়ান পরিচালনা করবে ইন্ডিগো। আরও পড়ুন: রতন টাটার আশীর্বাদ! ১৮০ কোটি টাকার ব্যবসা দাঁড় করালেন দম্পতি
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক