সদ্য কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, এয়ার ইন্ডিয়ার বিমানে তাঁর সফরের সময় তাঁকে এয়ার ইন্ডিয়ার বিমানে ভাঙা সিট-এ বসতে দেওয়া হয়। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হতেই ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ পদক্ষেপ করে। তারা বিষয়টি নিয়ে এয়ার ইন্ডিয়ার কাছে জবাবদিহি চেয়ে রিপোর্ট তলব করেছে ডিজিসিএ।
ভোপাল থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান এআই ৪৩৬-তে সফর করছিলেন শিবরাজ সিং চৌহান। তাঁর অভিযোগ, বিমানে তাঁকে যে আসনে বসতে দেওয়া হয়, তা ছিল ভাঙা। অভিযোগ নিয়ে সরব হন শিবরাজ। প্রশ্ন তোলেন,'এটা কি প্রতারণা নয় যাত্রীদের সঙ্গে?' মন্ত্রী বলেন, টিকিটের ভাড়ার টাকা নিয়ে এমন ঘটনা কি উচিত? এছাড়াও মন্ত্রীর দাবি, বিমানে তাঁর আসন ভাঙা দেখে আশপাশের যাত্রীরা অনেকেই নিজেদের আসন ছেড়ে দিয়ে তাঁদের আসনের সঙ্গে মন্ত্রীর আসন পাল্টে নেওয়ারও প্রস্তাব দেন। মন্ত্রী জানান, অন্য কারোর অসুবিধা করতে তিনি রাজি ছিলেন না, তাই আসন পাল্টাননি। তবে বিষয়টি নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। শিবরাজ সিং চৌহান তাঁর প্রতিক্রিয়ায় বলেন,' আমি সেখানে বসি একটি নির্ধারিত আসনে, যে আসন ভাঙা ছিল, আর ভেঙে তা ঢুকে যাচ্ছিল। বসতে অস্বস্তি হচ্ছিল।' এয়ার ইন্ডিয়ার পরিষেবায় ক্ষুব্ধ কেন্দ্রীয় মন্ত্রী আরও লেখেন,' অস্বস্তিকরভাবে বসাটা নিয়ে আমি ভাবিনা। তবে কোনও যাত্রীকে অস্বস্তিকর ও খারাপ আসনে বসতে দেওয়াটা অনৈতিক, যেখানে আপনি পুরো টাকাটা নিচ্ছেন (টিকিটের ভাড়া হিসাবে)। এটা কি যাত্রীদের সঙ্গে প্রতারণা নয়?'
( Shani Gochar 2025 Astrology: হোলির আগেই শনিদেব আসবেন নয়া অবস্থানে! এই ৩ রাশির ভাগ্যে আসতে পারে উন্নতির ফোয়ারা)
( S Jaishankar: ‘জাতীয়বাদীরা একে অপরকে শ্রদ্ধা করেন’, মোদী-ট্রাম্পের সম্পর্ক নিয়ে জয়শংকর বলছেন,' ভালো কেমিস্ট্রি')
অসামরিক বিমান পরিবহন দফতরের এক কর্মী বলেন,' ডিজিসিএ কেন্দ্রীয় মন্ত্রীর তরফে উল্লিখিত ভাঙা আসনের বিষয়ে এয়ার ইন্ডিয়ার কাছে প্রতিক্রিয়া চেয়েছে।' এদিকে, ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেন,' আমরা এই বিষয়ে অবিলম্বে এয়ার ইন্ডিয়ার সাথে কথা বলেছি এবং তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। আমাদের দিক থেকে ডিজিসিএও অবিলম্বে বিষয়টির বিশদ বিবরণ খতিয়ে দেখবে। আমিও ব্যক্তিগতভাবে শিবরাজজির সাথেও কথা বলেছি।'