দিল্লি ও হরিয়ানার সীমান্তের কাছে রয়েছে দহিসারা গ্রাম। সদ্য সেখানে গিয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা নায়াব সিং সাইনি। আর সেখানে বয়ে চলা যমুনার থেকে জল তুলে ক্যামেরার সামনেই পান করতে দেখা যায় তাঁকে। উল্লেখ্য, দিল্লি ভোটের আগে যমুনার জল কতটা পানযোগ্য তা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। আম আদমি পার্টি এই ইস্যুতে পদ্ম শিবির শাসিত হরিয়ানাকে নিয়ে সরব হয়েছে। পাল্টা আম আদমি পার্টিকে ইতিমধ্যেই এই নিয়ে তোপ দেগেছে বিজেপি। এরপর নায়াব সাইনির যমুনার জল পান নিয়ে পাল্টা দাবি করেছে আপ।
সদ্য আপের তরফে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন যে, হরিয়ানা সরকার যমুনার যে জল দিল্লিতে আসছে তাতে ‘বিষ মেশাচ্ছে’। আরবিন্দ কেজরিওয়ালের সেই দাবির পর সদ্য হরিয়ানার, দিল্লি সীমান্তের কাছে বয়ে চলা যমুনা থেকে জল তুলে হাতে করে পান করতে দেখা যায় হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনিকে। এরপর আম আদমি পার্টির নেত্রী প্রিয়াঙ্কা কক্কর দাবি করেন,' গতকাল মহাকুম্ভে এত বড় ট্র্যাজেডির পরে, অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে ছিলেন... আমরা সবাইকে বলেছি যে আপনি যদি বিজেপিকে ভোট দেন, তাহলে আপনাকে প্রথমে একটি জেনারেটর কিনতে হবে। যমুনার জল খাওয়ার ভান করে নয়াব সিং সাইনি যে নাটক তৈরি করেছিলেন তা সকলেই দেখেছেন।' এরপর তিনি বলেন,' তিনি সেই জল পান করেননি এবং অবিলম্বে মুখ থেকে ফেলেন... মানুষকে বিভ্রান্ত করে এই সমস্ত নাটক না করে, তাঁকে বলতে হবে কীভাবে যমুনার জল এত দূষিত হয়।'
( Saraswati Puja 2025: সরস্বতী পুজো ২০২৫ কবে? ২ নাকি ৩ ফেব্রুয়ারি! বসন্ত পঞ্চমীর তিথি কখন শুরু, দেখে নিন পঞ্জিকামত)
( Liang Wenfeng of Deepseek: মার্কিন বাজারে ঘুম ছুটিয়ে দিয়েছেন! স্পটলাইটে চিনের AI ডিপসিকের কর্তা লিয়াং ওয়েনফেং, কে তিনি?)
এদিকে, হরিয়ানাকে নিয়ে আপ যে দাবি করেছিল, যমুনার জলে মিশ্রণ সংক্রান্ত, তার প্রেক্ষিতে নায়াব সিং সাইনি বলেন, কেজরিওয়ালের মন্তব্য খুবই দুঃখজনক। এটি মানুষের মনে ভয় তৈরি করতে করা হয়েছে। এর আগে, নয়াব সিং সাইনি যমুনার জল পান করার পর বলেন,' আজ আমি এখানে যমুনা নদীর তীরে এসে যমুনার জলে চুমুক দিয়েছি।' এরই সঙ্গে কেজরিওয়ালের মন্তব্য নিয়ে তিনি বলেন,' অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য দুর্ভাগ্যজনক। তাঁর রাজনৈতিক সুবিধার জন্য মানুষের মনে ভীতি তৈরি করতে দেওয়া হচ্ছে এই মন্তব্য দিয়ে।'