Kumbh Video: কুম্ভে দেখা কলেজ বেলার বান্ধবীর সঙ্গে, পুরো ফিদা ৫৫'র ফায়ার অফিসার
1 মিনিটে পড়ুন Updated: 28 Feb 2025, 09:55 PM ISTতিনি বলেন, এই মহিলামণ্ডলী যদি পড়ার সময় তারিখ করতেন তাহলে তো দিন আরও ভালো যেত। সেই সময় তো পাত্তাই দিত না।

আসলে কুম্ভ মেলা যেমন কেড়ে নিয়েছে একাধিক প্রাণ, তেমনই কুম্ভ মেলা আবার অনেকের সঙ্গে অনেকের দেখাও করিয়ে দিয়েছে। আসলে একেবারে মহামিলন ক্ষেত্র এই কুম্ভ মেলা।
এই যেমন এক রাশভারী দমকল আধিকারিক। কুম্ভে ডিউটিতে ছিলেন তিনি। এমন সময় তাঁর সঙ্গে দেখা হয়ে গেল কলেজ জীবনের এক পুরনো বান্ধবীর। আর দেখা হওয়া মানেই তো মনে পড়ে যায় অনেক কিছু। সবথেকে বড় কথা হল মনে পড়ে যায় কলেজজীবনের সেই অতীত মনে পড়ে যায় ওই অফিসারের।
ঘর কে কলেশ নামে একটি অ্যাকাউন্ট থেকে এক্সে শেয়ার করা হয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে ইউনিফর্ম পরা এক দমকল আধিকারিক বলছেন, দেখুন বন্ধুরা সেই ১৯৮৮ সালে আমরা একসঙ্গে পড়তাম ডিগ্রি কলেজে। রেশমি আমার ক্লাসমেট ছিল। মহাকুম্ভ আমার সঙ্গে দেখা হল। রেশমি গুপ্তা লখনউ ডিগ্রি কলেজের শিক্ষিকা। তাঁর অভিজ্ঞতার কথা জানতে চান ওই আধিকারিক। উত্তরে বান্ধবী রেশমি বলেন, খুব ভালো লাগছে। সঞ্জীব তো আমাদের জন্য অনেক ব্যবস্থা করেছে। যে সময় ও পড়ত সেই সময় খুব চুপচাপ থাকত। খুব সিধেসাধা ছিল। এখন পার্সোনালিটি একেবারে দারুন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports