
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
টানা ১৮ দিন অপরিবর্তিত থাকার পর গত ২৪ সেপ্টেম্বর প্রথমবার বাড়ে জ্বালানি তেলের দাম। এরপর গত চারদিনে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম। পেট্রলের দাম অপরিবর্তিত থাকলেও লাফ দিয়ে বাড়ছে ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির জেরেই তেলের দাম বাড়ছে বলে জানা গিয়েছে। এদিনও একলাফে ২৫ পয়সা বাড়ানো হয় ডিজেলের দাম। এর জেরে গত চারদিনে মোট ৭০ পয়সা বাড়ল ডিজেলের দাম।
এর আগে গত ৫ সেপ্টেম্বর ১৫ পয়সা করে দাম বেড়েছিল পেট্রল, ডিজেল উভয়েরই। তারপর থেকে টানা ১৮ দিন অপরিবর্তিত ছিল তেলের দাম। এরপর ২৪ সেপ্টেম্বর দাম বাড়ে ডিজেলের। দিল্লিতে আজ পেট্রলের দাম লিটার পিছু ১০১ টাকা ১৯ পয়সা। জিজেল বিকোচ্ছে লিটার পিছু ৮৯ টাকা ৩২ পয়সা।
এদিকে কলকাতায় লিটার পিছু পেট্রলের দাম ১০১ টাকা ৬২ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৯২ টাকা ৪২ পয়সা। তাছাড়া বাণিজ্যনগরী মুম্বইতে লিটার পিছু পেট্রলের দাম ১০৭ টাকা ২৬ পয়সা। ডিজেলের দাম ৯৬ টাকা ৯৪ পয়সা। চেন্নাইতে পেট্রলের দাম ১০০-র নিচে। সেখানে লিটার প্রতি পেট্রল বিকোচ্ছে ৯৮ টাকা ৯৬ পয়সায়। ডিজেলের দাম লিটার পিছু ৯৩ টাকা ৯৩ পয়সা। বেঙ্গালুরুতে পেট্রলের দাম ১০৪ টাকা ৭০ পয়সা, ডিজেলের দাম ৯৪ টাকা ৮০ পয়সা।
উল্লেখ্য, ভারত তার তেলের চাহিদার মেটাতে প্রায় ৮৫ শতাংশ জ্বালানি আমদানি করে। আমদানির উপর এতটা নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বড় প্রভাব পড়ে ভারতে ডিজেল, পেট্রলের খুচরো মূল্যের উপর।
৳7,777 IPL 2025 Sports Bonus