
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় সারা দেশ স্তম্ভিত। শুক্রবার, ২ জুনের এই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬১ জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শেষ হয়েছে। বর্তমানে লাইন মেরামত করে আগের জায়গায় ফিরিয়ে আনার কাজ চলছে। আরও পড়ুন: Coromandel Express Accident: করমণ্ডলে মোবাইলের আলোতে শুরু করেছিলেন উদ্ধারকাজ, জানুন সেই হিরোদের কথা, গ্রাউন্ড জিরোতে HT
দুর্ঘটনার পরে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মৃত্যুর ক্ষেত্রে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা এবং অল্প আহতদের জন্য ৫০,০০০ টাকা প্রদানের ঘোষণা করেছেন। জীবন, আঘাতের মূল্য কখনও টাকায় পরিমাপ হয় না। কিন্তু বাস্তবে কিছু ক্ষেত্রে আর্থিক ধাক্কা কাটানোর জন্য এই টাকা গুরুত্বপূর্ণ সম্বল হতে পারে পরিবারের কাছে। আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, IRCTC-তে টিকিট বুক করার সময় যাত্রীরা যে ট্রাভেল ইন্স্যুরেন্স নেন, তাতে কী লাভ হয়?
রেলে যাত্রা কালে যাত্রীদের টিকিট বুক করার সময়েই ৩৫ পয়সার বিমা করতে হয়। এর ফলে IRCTC যাত্রীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ প্রদান করে। এই বিমার অধীনে, যাত্রীরা ট্রেনে যাত্রার সময় মূল্যবান জিনিসপত্র এবং লাগেজের ক্ষতি হলে তার জন্য ক্ষতিপূরণ পান। এছাড়াও, দুর্ঘটনার ক্ষেত্রে, চিকিত্সার ব্যয় এবং মৃত্যুর ক্ষেত্রে, বিমাকৃতের মনোনীত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদান করা হয়।
যদি কোনও যাত্রী ট্রেন দুর্ঘটনায় মারা যান বা স্থায়ী বিকলাঙ্গ হয়ে পড়েন, সেক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত বিমা দেওয়া হয়। যাত্রী যদি আংশিকভাবে বিকলাঙ্গ হন, তবে তাঁকে ক্ষতিপূরণ হিসাবে ৭.৫ লক্ষ টাকা দেওয়া হয়। গুরুতর আঘাতের ক্ষেত্রে ২ লক্ষ টাকা এবং সামান্য আঘাতের ক্ষেত্রে যাত্রীদের ১০,০০০ টাকা পর্যন্ত প্রদান করা হয়।
যাত্রীরা রেল ট্রেন দুর্ঘটনার ৪ মাসের মধ্যে এই বিমা ক্লেম করতে পারেন। যাত্রীরা বিমা সংস্থার অফিসে গিয়ে বিমা ক্লেম করতে পারেন। বিমা করার সময় যাত্রীদের অবশ্যই মনোনীত ব্যক্তির নাম ভরতে হবে। সেক্ষেত্রে কোনও অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে ক্লেম করতে কোনও সমস্যা হবে না। আরও পড়ুন: Trains cancelled due to Coromandel Accident: ওড়িশার দুর্ঘটনার জেরে রবিবারও বাতিল প্রায় ২০ ট্রেন, দেখুন পুরো তালিকা
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
6.88% Weekly Cashback on 2025 IPL Sports