Chhattisgarh Encounter: ছত্তীসগড়ে গুলির লড়াই, খতম ৩ মাওবাদী, বড় সাফল্য পেল বাহিনী
1 মিনিটে পড়ুন Updated: 09 Jan 2025, 05:10 PM ISTচলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে পৃথক এনকাউন্টারে ৯ জন নকশালপন্থী নিহত হয়েছে
চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে পৃথক এনকাউন্টারে ৯ জন নকশালপন্থী নিহত হয়েছে
ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন মাওবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা।
কার্যত মাওবাদী দমনে ফের বড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী।
সুকমায় নকশাল বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী সাফল্য পেয়েছে বলে জানিয়েছেন সেই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা।
এখনও পর্যন্ত তিন নকশালপন্থীর দেহ উদ্ধার করা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে বলে রায়পুরে সাংবাদিকদের জানিয়েছেন স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে থাকা সেই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মা। ৬ জানুয়ারি বিজাপুর জেলায় নকশালদের আইইডি বিস্ফোরণে আট নিরাপত্তারক্ষী ও তাদের গাড়ির এক বেসরকারি চালকের মৃত্যুর কথা উল্লেখ করে উপমুখ্যমন্ত্রী বলেন, 'নকশালদের কর্মকাণ্ডের উপর নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে।
তিনি বলেন, 'আমি তাদের (নিরাপত্তা বাহিনী) সঙ্গে দেখা করেছি। আমি আবারও বলছি, আমাদের জওয়ানরা অত্যন্ত শক্তি ও সাহসের সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যেই নকশালদের দূর করা যাবে।