সাতসকালে কেঁপে উঠল পাঞ্জাবের মোহালি। অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ৩। কিন্তু কী কারণে আচমকা এই বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়।
জানা গেছে, বুধবার ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোহালির একটি অক্সিজেন প্ল্যান্টে। শহরের ফেজ ৯-এ অবস্থিত এই অক্সিজেন প্ল্যান্টটি। সকালে হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। দাউদাউ আগুন জ্বলে ওঠে তারপরেই। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা।ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন শ্রমিক এবং স্থানীয়রা।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল, দমকলের একাধিক ইঞ্জিন, অ্যাম্বুল্যান্স, মেডিক্যাল টিম ও প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যে আহতদের উদ্ধার করে নিকটবর্তী সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে হাসপাতাল সূত্রে খবর, তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় কারখানার একাংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। প্ল্যান্টের দেওয়াল, ছাদ ভেঙে পড়ে এবং আশপাশের বাড়ির কাচ পর্যন্ত চূর্ণবিচূর্ণ হয়ে যায়। বিস্ফোরণের শব্দ এতটাই প্রবল ছিল যে আশপাশের এলাকা কেঁপে ওঠে।
আরও পড়ুন-বিহারে হাড়হিম কাণ্ড! অসবর্ণ বিয়ের শাস্তি, মেয়ের সামনে জামাইকে খুন শ্বশুরের
অন্যদিকে মোহালির মহকুমা ম্যাজিস্ট্রেট দমনদীপ কৌর বলেন, 'এদিন সকাল ৯টা নাগাদ অক্সিজেন প্ল্যান্টে আচমকা বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ২ জনের। আহতের সংখ্যা ৩। কী কারণে বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখা হচ্ছে।' তিনি আরও বলেন, 'বিস্ফোরণের তীব্রতা অনেকটাই বেশি ছিল। মূল প্ল্যান্টটিতে বিস্ফোরণ হতেই চারপাশের অন্যান্য সিলিন্ডারগুলিও ফেটে যায়।' এখনও পর্যন্ত বিস্ফোরণের সঠিক কারণ জানা না গেলেও কারিগরি ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী আধিকারিকেরা।এদিকে, ঘটনার পর ক্ষুব্ধ জনতা প্ল্যান্টটির বাইরে বিক্ষোভ শুরু করে। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে।স্থানীয়দের অভিযোগ, 'প্ল্যান্টটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তা বিধি মানা হচ্ছিল না। আগেও আমরা দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছিলাম।' পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। মোহালি পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণের পেছনে কারখানা কর্তৃপক্ষের অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
আরও পড়ুন-বিহারে হাড়হিম কাণ্ড! অসবর্ণ বিয়ের শাস্তি, মেয়ের সামনে জামাইকে খুন শ্বশুরের
প্রসঙ্গত, চলতি বছরে গত মে মাসে পাঞ্জাবের মুক্তসর জেলার সিঙ্ঘেওয়ালা গ্রামে একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে প্রাণ হারান পাঁচজন পরিযায়ী শ্রমিক। ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা কারখানা ভেঙে গুঁড়িয়ে যায়।