সাত সকালে তামিলনাড়ু কুড্ডালোরে ভয়াবহ দুর্ঘটনা।রেললাইন পার হওয়ার সময় স্কুলবাসে ধাক্কা ট্রেনের। আর এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ২ খুদে পড়ুয়ার। গুরুতর আহত হয়েছে আরও ৬ জন। এই ঘটনার খবর পাওয়ার পরেই শোকস্তব্ধ গোটা রাজ্য।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল পৌনে আটটা নাগাদ সেম্মাঙ্কুল্লাম গ্রামে একটি স্কুল বাসকুড্ডালোর এবং আলাপ্পাক্কামের মধ্যে রেলওয়ে লেভেল ক্রসিং গেট নং ১৭০ (একটি নন-ইন্টারলকড ম্যানড গেট) অতিক্রম করার চেষ্টা করে ৷ সেই সময় ট্রেন নং ৫৬৮১৩ ভিল্লুপুরম-মায়িলাদুথুরাই প্যাসেঞ্জার যাচ্ছিল ৷ আচমকাই দ্রুতগতিতে ওই ট্রেনটি এসে সজোরে ধাক্কা মারে স্কুল বাসটিতে। সঙ্গে সঙ্গে বাসটি উল্টে যায়। ঘটনার সময় বাসে ৫ জন পড়ুয়া ছিল বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি রেললাইন পার হওয়ার সময় দূর থেকে ট্রেনটিকে দেখতে পেয়েছিল। কিন্তু রেললাইন তাড়াতাড়ি পার হয়ে যাবে ভেবে চালক বাসটি নিয়ে দ্রুত রেললাইন পেরোবার চেষ্টা করে। কিন্তু সময়মতো বাসটিকে পার করতে পারেনি চালক। ট্রেনটি দ্রুত গতিতে ধাক্কা মারে বাসে। তাঁরা আরও বলেছেন, সংঘর্ষের তীব্রতা অত্যন্ত বেশি থাকায় বাসটি ভেঙেচুরে গিয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে বাসটি। বাসের মধ্যে থাকা পড়ুয়ারাও গুরুতর আহত হয়।স্থানীয়রাই বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে ২ শিশুকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আবহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
অন্যদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তাঁরা। বাসচালককেও জিজ্ঞাসাবাদ করার চেষ্টা চলছে। কেন এই ধরনের ঘটনা ঘটল। বাসের গতি কী ছিল সবটাই জানার চেষ্টা চলছে। বাসটিকেও আটক করেছে পুলিশ। ঘটনার জেরে রেলের তরফে বরখাস্ত করা হয়েছে সংশ্লিষ্ট স্টেশনে সেই সময় দায়িত্বে থাকা গেটকিপারকে৷পড়ুয়াদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। সাতসকালে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ মুখ্যমন্ত্রীর তহবিল থেকে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের এক লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি ৷ সেই সঙ্গে, আহতদের উন্নতমানের চিকিৎসার জন্য রাজ্যের মন্ত্রী এমআরকে পনিরসেলভামকে নির্দেশ দিয়েছেন ৷এদিনের এই ভয়াবহ ঘটনায় শোকপ্রকাশ করেছে রেল ৷ একই সঙ্গে মৃত পড়ুয়াদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা, গুরুতর আহত পড়ুয়াদের পরিবার পিছু ২.৫ লক্ষ টাকা এবং স্বল্প আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে রেলের তরফে ৷