
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
এবারের মরশুমে বদ্রীনাথে এসেছিলেন প্রায় ৪৭ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটক। তাঁরা ফিরে যেতেই সমগ্র এলাকার সাফাই অভিযানে নামে স্থানীয় বদ্রীনাথ নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ। যাতে শীতের মরশুম পুরো দমে শুরু হওয়ার আগেই তীর্থস্থানের পরিচ্ছন্নতা ফিরিয়ে আনার কাজ শেষ করা যায়। প্রসঙ্গত, শীতের মরশুমে এই তীর্থস্থান সাধারণে জন্য বন্ধ করে দেওয়া হয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, এই সাফাই অভিযানে অংশ নিয়েছিল ৫০ জনের একটি স্বেচ্ছাসেবক দল। যাঁদের পোশাকি পরিচয় হল- 'পরিবেশ বন্ধু'। তাঁদের সম্মিলিত সাফাই অভিযানে বদ্রীনাথ ধাম ও লাগোয়া এলাকা থেকে প্রায় ১.৫ টন আবর্জনা পরিষ্কার করা হয়েছে!
উল্লেখ্য, বদ্রীনাথ মন্দির চত্বরের আশপাশের এলাকা ছাড়াও এই সাফাই অভিযানের আওতায় ছিল ব্রাহম কাপাল, অষ্টপথ, তপ্ত কুণ্ড, মেন বাজার এবং মানা গ্রাম।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। বস্তুত, ভারতের চার ধামেরই স্বচ্ছতা রক্ষা নিয়ে বারবার সরব হয়েছেন তিনি।
সূত্রের দাবি, তীর্থযাত্রা চলাকালীন পরিবেশবান্ধব বর্জ্য নিষ্কাষণ পদ্ধতি ব্যবহার করে স্থানীয় পুর কর্তৃপক্ষের কয়েক লক্ষ টাকা আয় হয়েছে। তাদের দাবি, এই সময়ের মধ্যে তারা প্রায় ১১০ টন অজৈব বর্জ্য নিষ্কাষণ করেছে।
তথ্যাভিজ্ঞ মহলের একাংশ মনে করছে, এই ধরনের উদ্যোগ যত বেশি নেওয়া হবে, তত বেশি তীর্থযাত্রীদের মধ্যে পরিবেশ রক্ষা সম্পর্কে সচেতনতা ও দায়িত্ববোধ বাড়বে।
প্রসঙ্গত, এর আগে গত ১৮ নভেম্বরই বদ্রীনাথ ধাম থেকে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে তাদের শীতকালীন যাত্রা শুরু করেছে উদ্ধব, কুবের এবং শঙ্করাচার্যের নামাঙ্কিত পবিত্র আসনগুলি।
মন্দিরের আধিকারিকরা জানিয়েছেন, বরাবরের রীতি মেনে মহাসমারোহে বাজনদার দলের বাজনার সুরে সেই যাত্রা শুরু করা হয়। এটাই এই শীকালীন ভ্রমণের নিয়ম।
রাতে সেই যাত্রার বিশ্রামস্থল ছিল পাণ্ডুকেশ্বর। সেখানেই শীতকালীন পূজার্চনা করার জন্য স্থানীয় যোগধ্য়ান মন্দিরে উদ্ধব ও কুবেরের আসন রেখে দেওয়া হবে বলে জানান মন্দিরের আধিকারিকরা।
শীতকালে যখন বদ্রীনাথের মূল মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকে, সেই সময় তাঁরা চাইলে যোগধ্যান মন্দিরেই বদ্রীনাথের নামে পুজো দিতে পারেন।
অন্যদিকে, এই সময়টুকুর জন্য শঙ্করাচার্যের পবিত্র সিংহাসন রাখা থাকবে জোশিমঠের নরসিংহ মন্দিরে।
ভক্তরা বিশ্বাস করেন, বদ্রীনাথে ছ'মাস ঈশ্বরের উপাসনা করে মানুষ। আর বাকি ছ'মাস স্বয়ং ঈশ্বরের দ্বারাই সেই পুজো হয়। কথিত আছে, শীতের সময় যে ছয়মাস বদ্রীধাম বন্ধ থাকে, সেই সময় দেবর্ষি নারদ বদ্রীনাথ ধামে পুজো করেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports