Viral News: আরশোলা মারতে গিয়ে চরম বিপত্তি! ভয়াবহ বিষ্ফোরণ জাপানে
1 মিনিটে পড়ুন Updated: 23 Dec 2023, 11:30 AM ISTViral News: আরশোলা মারতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা! চরম পরিণতি এক ব্যক্তির..
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
আরশোলা মারতে গিয়ে বিপত্তি! জাপানে ঘটল এক উদ্ভট ঘটনা। আরশোলা মারতে গিয়ে নিজের অ্যাপার্টমেন্টেই উড়িয়েদিলেন জাপানের এক ব্যক্তি। প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করেছিলেন ওই ব্যক্তি তাতেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। আস্ত অ্যাপার্টমেন্টই উড়ে গেল বিস্ফোরণে।
এক জাপানি ব্যক্তি আরশোলা মারতে বেশ কিছুটা কীটনাশক স্প্রে করেন। তাতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা অজান্তেই তার অ্যাপার্টমেন্টটা উড়ে যায়।
আরও পড়ুন: বেগুনের রয়েছে অজানা গুণাগুণ! এই সবজি রোজ খেলে কী কী হয় জানেন
মাইনিচি শিম্বুনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর মধ্যরাতে এ ঘটনা ঘটে। উল্লেখ্য, কুমামোতোর চুও ওয়ার্ডে নিজের অ্যাপার্টমেন্টের ভেতর আরশোলা দেখতে পান ৫৪ বছর বয়সী এক ব্যক্তি। এটি দেখে বিরক্ত হয়ে, তিনি প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করেন।
আরও পড়ুন: একেবারেই খিদে পায় না? একদম অবহেলা করবেন না, প্রাণঘাতী হতে পারে এই সমস্যা
প্রায় এক মিনিট পরে একটি বিস্ফোরণ ঘটে, এতে একটি বারান্দার জানালা উড়ে যায় এই দুর্ঘটনায়। বিস্ফোরণে ওই বাসিন্দাও সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জাপানের ন্যাশনাল কনজিউমার অ্যাফেয়ার্স সেন্টার জানিয়েছে, বৈদ্যুতিক আউটলেটের কাছে কীটনাশক ছিটানোর ফলে বিস্ফোরণের একাধিক খবর পেয়েছেন তারা।
বেশ কয়েকটি কীটপতঙ্গ অপসারণ সংস্থার মতে, বৈদ্যুতিক আউটলেটগুলিতে কীটনাশক স্প্রে করা অত্যন্ত ক্ষতিকারক হতে পারে এবং ফলস্বরূপ লোকেরা আহত হতে পারে, এমনই জানিয়েছে স্ট্রেইটস টাইমস।
আরও পড়ুন: হার্ট সুস্থ রাখে, ক্যানসার প্রতিরোধেও সাহায্য করবে এই ফল, খাবেন নাকি
ইউনিভার্সিটি অব ফ্লোরিডার কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ফিলিপ কোহলার জানান, নির্দিষ্ট কিছু এলাকায় তরল স্প্রে প্রয়োগ করা অত্যন্ত বিপজ্জনক।
এই দুর্ভাগ্যজনক ঘটনার খবর সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলিতে ভাইরাল হয়েছে। এই খবর প্রকাশ পেতেই মন্তব্যে ভরিয়েছেন ইউজাররা।
আরও পড়ুন: টাইরানোসরাসের পেটে মিলল শিশু ডাইনোসোর! জীবাশ্ম থেকে জানা গেল অদ্ভুত তথ্য
এরকম খবর এর আগেও ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে একই ধরনের একটি ঘটনার খবর পাওয়া গিয়েছিল, ওহিওর এক মহিলা অ্যালকোহল দিয়ে আরশোলা মারার চেষ্টা করার সময় দুর্ঘটনাক্রমে আগুন ধরে যায় যার ফলে পুরো বাড়িটি আগুনে পুড়ে যায়।