পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > How to stop hair fall: চুল পড়া বন্ধ করার এর চেয়ে সহজ রাস্তা আর নেই, দরকার শুধু উচ্ছে
উচ্ছে তেতো বলে অনেকেই খান না। কিন্তু বেশির ভাগ মানুষই জানেন, এর বিরাট গুণ।এতে প্রচুর ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম রয়েছে। উচ্ছে রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও ডায়াবিটিস, কোষ্ঠকাঠিন্য, হাঁপানির সমস্যা কমাতে পারে উচ্ছে।
কিন্তু এই উচ্ছে যে চুলের যত্নেও কাজে লাগতে পারে, তা ক’জনই বা জানেন? দেখে নেওয়া যাক, চুলের যত্নে কীভাবে উচ্ছে ব্যবহার করবেন।
- চুল পড়া বন্ধ করে পারে উচ্ছে: আপনার কি প্রচণ্ড পরিমাণে চুল উঠে যাচ্ছে? এই সমস্যা পুরোপুরি সারিয়ে দিতে পারে উচ্ছে। উচ্ছের রস বার করে নিন। তার সঙ্গে চিনি মিশিয়ে চুলে লাগান। এবার আধ ঘণ্টা মতো অপেক্ষা করুন। সাধারণ তাপমাত্রার জলে ধুয়ে ফেলুন। নিয়মিত এভাবে উচ্ছে আর চিনির মিশ্রণ ব্যবহার করলে দেখা যাবে চুল পড়া অনেকটাই কমে গিয়েছে। উচ্ছে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে।
- খুশকির সমস্যা কমায় উচ্ছে: খুশকির সমস্যার কারণে চুল পড়া বেড়ে যায়। তালুতে ঘায়ের কারণও হতে পারে এই খুশকি। এই সমস্যার সমাধান করে দিতে পারে উচ্ছে। এক টুকরো উচ্ছে চুলের গোড়ায় ভালোভাবে ঘষুন। প্রতি দিন এভাবে উচ্ছে ব্যবহার করলে চুল অনেকটাই খুশকিমুক্ত হবে।
- অকালে চুল পাকার সমস্যা কমায় উচ্ছে: অনেকেরই কম বয়সে চুল পাকতে শুরু করে। আবার দীর্ঘ দিন অযত্নে থাকলে চুল এক সময় তার উজ্জ্বলতা হারাতে শুরু করে। এ সব ক্ষেত্রে কিন্তু দারুণ কার্যকরী উচ্ছের রস। নিয়মিত এই রস ব্যবহার করলে চুল আবার কালো হয়ে যেতে পারে।