হাতি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। একথা সকলেই জানেন। কিন্তু এটা বোধহয় জানেন না, হাতি নিজে থেকেই কত অদ্ভুত কাজ শিখে নিতে পারে। হালে এমনই একটি হাতির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
হাতিকে ঠিক করে শেখাতে পারলে, তারা সহজেই ছবি আঁকতে পারে। একথা অনেক দিন আগেই জানা গিয়েছে। কিন্তু তা যদি হয় নিজের ছবি?
হালে এমনই দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি হাতি শেখানে আঁকছে ‘নিজের ছবি’। অর্থাৎ কি না একটি হাতিরই ছবি।
টুইটারে ভিডিয়োটি শেয়ার করেছেন প্রবীণ অঙ্গুসামি নামে একজন। তাঁর শেয়ার করা ভিডিয়োটি অতি অল্প সময়ের মধ্যেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
কেউ কেউ বলেছেন, এমন ঘটনা যে ঘটতে পারে, তা না দেখলে বিশ্বাস হয় না। কারও মতে, এমন বিস্ময়কর ঘটনা তাঁরা জীবনে কখনও দেখেননি।
মাত্র ৪৫ সেকেন্ডের মধ্যেই ইজেলে রাখা সাদা কাগজে হাতিটি এঁকে ফেলেছে একটি হাতির ছবি। আর তাতেই বিস্মিত সকলে।