অনেক শব্দ এমন থাকে, যা একরকম শুনতে হলেও দুটি বানানের মানে হয় একেবারে আলাদা। যাকে এক কথায় বলা হয়, সমার্থক শব্দ। তেমনই একটি শব্দ হল সর্বজনীন এবং সার্বজনীন। দুটি একেবারে একরকম শুনতে হলেও দুর্গাপুজোর জন্য কোনটি উপযুক্ত, তা নিয়ে চলে যুক্তি তর্ক।
ভালো করে লক্ষ্য করলে দেখবেন কোনও কোনও পুজো কমিটি লেখেন সর্বজনীন, কেউ আবার লেখেন সার্বজনীন। চাঁদার বিলেও দু'রকম বানানই দেখা যায়। তাহলে কোনটি ঠিক? কোনটি শুদ্ধ বানান? কী বলছে অভিধান?
(আরও পড়ুন: মহালয়া-ভোরে মহিষাসুরমর্দিনীর কোন সংস্করণ শোনাবে আকাশবাণী? FB পোস্ট ঘিরে ধন্দ)
সার্বজনীন অর্থ: সকলের মধ্যে বড়, সেরা বা প্রবীণ কথাটির অর্থে ব্যবহার করা হয় সার্বজনীন। ধরুন বলা যেতে পারে, তৎকালীন যুগে মহাত্মা গান্ধী ছিলেন সার্বজনীন নেতা। আবার এও বলা যেতে পারে, বাঙালির সার্বজনীন উৎসব হল দুর্গাপুজো (Durga Puja)।
সর্বজনীন অর্থ: কোনও কিছু যদি সকলের জন্য মঙ্গলময় হয়, সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত কোনও অনুষ্ঠানকে বলা হয় সর্বজনীন বা বারোয়ারি। ধরুন বলা যেতে পারে ভালোবাসা সর্বজনীন বিষয়। আবার এও বলা যেতে পারে, অন্নের দাবি সর্বজনীন।
(আরও পড়ুন: জোটেনি পেনশন, আকাশবাণী থেকে যোগ্য সম্মানটুকুও পাননি ‘স্টাফ’ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র)
এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন দুর্গাপুজোয় আপনি কোনটি ব্যবহার করবেন?
হ্যাঁ ঠিকই বুঝেছেন। বারোয়ারি অর্থে যদি প্রয়োগ করা হয় তাহলে দুর্গাপুজো শব্দটি ব্যবহার করার আগে সর্বজনীন দুর্গোৎসব ব্যবহার করা যেতে পারে। যেহেতু দুর্গাপুজো বেশিরভাগ ক্ষেত্রে বারোয়ারি হয়, তাই সর্বজনীন দুর্গোৎসব বলাই ঠিক।
তবে যদি কেউ নিজেদের পুজোকে সবথেকে সেরা বলতে চান তাহলে কিন্তু তাঁরা সার্বজনীন দুর্গোৎসব লিখতে পারেন। তবে এটি না লেখাই ভালো কারণ দুর্গাপুজো সকলের, তাই সব ঠাকুরই সেরা।