মানুষের ভয়ঙ্কর পরিণতির আভাস পেলেন বিজ্ঞানীরা। ঘটনাটি তাঁদের হতবাক করে দিয়েছে। তাঁদের ধারণা, আমাদের প্রত্যেকের রক্তে ঢুকে পড়েছে প্লাস্টিক। কোন পথে এই প্লাস্টিক ঢুকেছে, তা জানতে পেরে আরও অবাক হয়েছেন তাঁরা।
সম্প্রতি নেদারল্যান্ডসের কয়েক জন গবেষক মানুষের রক্ত নিয়ে পরীক্ষা করতে গিয়ে এই মারাত্মক ঘটানটি আবিষ্কার করেছেন। তাঁদের গবেষণার ফল ছাপা হয়েছে Environment International journal-এ। সেখানে দাবি করা হয়েছে, কমবেশি প্রত্যেক মানুষের রক্তেই ঢুকে পড়ছে microplastics।
বাতাস-জল-মাটি সর্বত্র ছড়িয়ে গিয়েছে প্লাস্টিকের কণা। কিন্তু এত দিন মনে করা হত, মানুষের রক্তে এই প্লাস্টিক মিশতে পারে না। কারণ প্লাস্টিকের কণা পেটে গেলেও, তা শরীর ঠিক টের পায় এবং সেটি রেচনক্রিয়ার মাধ্যমে বার করে দেয়। কিন্তু সেই ধারণা যে সম্পূর্ণ ভুল, তা টের পাওয়া গেল হালের পরীক্ষায়। এর ভয়াবহ ফল মানুষের স্বাস্থ্যে পড়তে চলেছে বলেও আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
কোন কোন পথে শরীরে প্রবেশ করতে পারে এই microplastics?
- তালিকায় প্রথমেই রয়েছে জলের বোতল। প্লাস্টিকের জলের বোতল মারাত্মক বিপজ্জনক বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
- এর পরেই রয়েছে শ্বাসের মাধ্যমে বাতাল থেকে।
- প্লাস্টিকে জড়িয়ে রাখা খাবার।
- বিশেষ ধরনের লিপ গ্লস।
- ট্যাটু করানোর কালিতেও এই জাতীয় প্লাস্টিক থাকে। সেগুলি ত্বকের জালিকা ভেদ করে রক্তে মিশতে পারে।
- বিশেষ ধরনের টুথপেস্ট।
প্লাস্টিক শরীরে ঢুকে পড়ার ফলে কী হতে পারে?
বিজ্ঞানীদের আশঙ্কা, একবার রক্তে ঢুকে পড়ায় এই প্লাস্টিক ছড়াবে সব অঙ্গেই। সবচেয়ে ভয়ের হল এটি মস্তিষ্কেও পৌঁছে যাচ্ছে। এর ফল কী কী হতে পারে, তা এখনই বুঝতে পারছেন না বিজ্ঞানীরা। তবে পরিস্থিতি যে রীতিমতো উদ্বেগজনক, তা মেনে নিচ্ছেন তাঁরা।