
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অভিনব উদ্য়োগ। সিকিম হাইকোর্টে মহিলা কর্মীদের জন্য় এবার পিরিয়ডস লিভ চালু হল। ওই আদালতের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের নির্দেশে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর জেরে অত্য়ন্ত সুবিধা হবে ওই আদালতের মহিলা কর্মীদের।
এর আগে দেশের খুব কম রাজ্যেই এই ধরনের ব্যবস্থা চালু রয়েছে। এখনও পর্যন্ত কেবলমাত্র বিহার ও কেরল সরকার মহিলা কর্মীদের জন্য প্রতি মাসে এই পিরিয়ডসের দিনগুলিতে ছুটির ব্যবস্থা করেছে। এবার সিকিমের বিচার বিভাগেও এই ধরনের ছুটির ব্যবস্থা করা হল।
এক্ষেত্রে মাসের যে সময়টাতে মহিলা কর্মীদের পিরিয়ডস হবে সেই সময়তে সেই মহিলা-কর্মী আধিকারিকরা ছুটি পাবেন। এই সময়টাতে তাঁদের কোনও বেতন কাটা হবে না। তাঁরা মাসের ওই সব দিনগুলিতে সবেতন ছুটি নিতে পারবেন।
কিন্তু কেন এই ধরনের ছুটি ধার্য্য করা হল?
সূত্রের খবর, মাসের ওই দু-তিনদিন ছুটি নেওয়ার একটা প্রবণতা থাকে মহিলাদের। বিষয়টি আঁচ করতে পেরেই মাসের ওই দিনগুলিতে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে চিকিৎসকদের কাছে লিখিয়ে আনতে হবে যে ওই দিনগুলিতে সংশ্লিষ্ট কর্মী-আধিকারিকের ছুটির প্রয়োজন রয়েছে।সেই মতো ছুটির ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে সরকারি চিকিৎসকের কাছ থেকে লিখিয়ে আনতে হবে। তারপরই ছুটি মিলবে।
এদিকে সিকিমের বিচারবিভাগের সঙ্গে যুক্ত প্রায় ৪০জন মহিলা কর্মী আধিকারিকের এই ছুটির জেরে কিছুটা স্বস্তি হবে। কারণ সেই সময়টাতে অনেকের কিছুটা ক্লান্তি লাগে। মানসিক দিক থেকেও তাঁদের কিছুটা পরিশ্রান্ত লাগে। সেকারণে এই ছুটির ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে একটা সময় ছিল যখন মহিলাদের অনেকেই এই পিরিয়ডসের বিষয়টি লুকিয়ে রাখতেন। এমনকী এই সময়গুলিকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে তাঁরা বিশেষ মন দিতেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই বদলে গিয়েছে। এবার পিরিয়ডসের জন্য এই ছুটির বন্দোবস্ত। যে দিনগুলিতে মহিলাদের একাংশের কিছুটা ক্লান্তি লাগে সেই দিনগুলিতে তাঁদের জন্য বিশেষ ছুটি। তবে এটা অন্যান্য লিভের তালিকায় থাকবে না।
তবে এবার একটা প্রশ্ন জোরালো ভাবে উঠছে। সিকিমে এই ধরনের ছুটি চালু হল। কিন্তু বাংলায় রাজ্য সরকারের তরফে ও বেসরকারি অফিসে এই ধরনের ছুটির কোনও ব্যবস্থা নেই। সেই ছুটি কি বাংলায় চালু হতে পারে? এই ধরনের ছুটি কেন বাংলায় চালু হয়নি? এই রাজ্যের মহিলাদের জন্য অনেক কিছু করার কথা বলেন মুখ্য়মন্ত্রী। এই ধরনের ছুটির ব্যবস্থা কেন নেই? তবে অনেকের মতে, ছুটির জেরে বাংলার কর্মসংস্কৃতি কার্যত লাটে উঠেছে। এরপর উপর যদি ….
6.88% Weekly Cashback on 2025 IPL Sports