পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Papaya Farming: হাজারও গুণে ভরপুর পেঁপে খাঁটি খেতে চান? এভাবে ফলিয়ে নিন বাগানে
Papaya Farming Tips: পেঁপের নানারকম জাত হয় যেমন রাচি, নউন ইউ, হানি ডিউ, ব্লুস্টেম, কাশিমপুরী, যশোরী, ছোট পেঁপে, শাহি পেঁপে ও সংকর জাত। এর যেকোনও একটি জাতের পেঁপে চাষ করতে পারেন ছাদ বাগানে।
পেঁপে চাষের মাটি ও পরিবেশ
- পেঁপে চাষের জন্য দোঁআশ ও বেলে-দোঁআশ মাটি সবচেয়ে সেরা।
- জল জমে থাকলে পেঁপে গাছ বাড়তে পারে না। তাই যেখানে চাষ করবেন সেখানে জল জমলে হবে না।
- পেঁপে গাছ চাষের জন্য প্রচুর সূর্যের আলো দরকার।
আরও পড়ুন - Lauki Farming Tips: ছাদেই এভাবে চাষ করুন লাউ, একবার খেলে বাজারের লাউয়ে আর স্বাদ পাবেন না
কখন চারা রোপণ করবেন?
- কার্তিক থেকে ফাল্গুন অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পেঁপের বীজ বোনার উপযুক্ত সময়।
- চারা রোপণের সময় চৈত্র থেকে বৈশাখ অর্থাৎ মার্চ থেকে এপ্রিল উপযুক্ত সময়। তবে সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও এর চারা রোপণ করা যায়।
চারা তৈরির পদ্ধতি
- প্রথমে পেঁপে বীজগুলো সংগ্রহ করে এক ঘণ্টা রোদে শুকিয়ে নিন। এরপর এক দিন জলে ভিজিয়ে রাখতে হবে।
- এর পর জল ফেলে বীজগুলো ছাই মেখে দুই ভাগ মাটি ও এক ভাগ শুকনো গোবর মিশিয়ে মাটিতে বীজগুলো বুনে ফেলুন। বোনা হয়ে গেলে খড় অথবা ধানের কুঁড়ো দিয়ে বীজতলা ঢেকে দিন। উপর দিয়ে কিছুটা জল দিন এর পর।
- ১০ থেকে ১২ দিনের মাথায় বীজ থেকে চারা বেরোতে শুরু করবে।
- এ সময় খড় অথবা কুঁড়া সরিয়ে দিতে হবে। শীতের সময় চারা বের হতে সময় লাগে বেশি। পলিথিন ব্যাগে যদি চারা বপণ করেন, তাহলে রোপণের পর তা দ্রুত বাড়ে।
আরও পড়ুন - Tomato Farming: কেমিকাল ভর্তি টমেটো খেয়ে শরীরের কত ক্ষতি করবেন, ছাদেই ফলিয়ে নিন এই সহজ উপায়ে
পেঁপে গাছের রোগবালাই
- চারা-ধসা রোগ ঠেকাতে চারা রোপণের আগে ছত্রাকনাশক মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট বীজ শোধন করে নিতে হবে। রৌদ্রযুক্ত উঁচু স্থানে বীজতলা তৈরি করে নিলে ভালো হয়।
- গোড়া পচা রোগে আক্রান্ত হলেও একই উপায় অবলম্বন করুন।
- ভাইরাসজনিত মোজাইক রোগে আক্রান্ত হলে খেত থেকে আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে। ভাইরাসমুক্ত বীজ বা চারা ব্যবহার করতে হবে। জাব পোকা ও সাদা মাছি এ রোগ বহন করে আনে। এদের নির্মূল করতে কীটনাশক জলে মিশিয়ে ছিটিয়ে দিন।
পরিচর্যা ও ফল সংগ্রহ
চারা রোপণের পর ঠিকমতো পরিচর্যা না করলে গাছ মরে যাওয়ার ঝুঁকি থাকে। তাই উন্নত মানের ফল পেতে সঠিকভাবে পরিচর্যা করুন।